Verb কাকে বলে Verb কত প্রকার ও কি কি

Verb কাকে বলে? Verb(ক্রিয়া/কাজ) কত প্রকার ও কি কি?

Verb কাকে বলে?

যে সকল শব্দ দ্বারা কাজ করা বা কিছু হওয়া বুঝায় তাকেই Verb বলা হয়। যেমন: Do, Go, Play, Run, read, sing, work, etc.

Examples:

  • I am going to school.
  • They play football.
  • Rina sings a song.
  • they are students.

Verb কত প্রকার ও কি কি?

Verb প্রধানত দুই প্রকার:

  1. Finite Verb (সমাপিকা ক্রিয়া)
  2. Non-finite verb (অসমাপিকা ক্রিয়া)

Finite Verb (সমাপিকা ক্রিয়া):

যে Verb দ্বারা কোন Sentence এর সমাপ্তি ঘটে বা Sentence এর বক্তব্যকে শেষ করে, এবং যে Verb টি Number, Person এবং Tense অনুযায়ী পরিবর্তীত হয়, তাকে Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে। এক কথায়, যে Verb বাক্যে থাকা আবশ্যক তাকে Finite Verb বলে।

Examples:

  • Meena loves dancing.
  • they rob banks.
  • I like travelling all over the world.
  • They prepared the document.

Finite Verb কে আবার দুইভাগে ভাগ করা হয়েছে:

  1. Principal/Main verb (প্রধান ক্রিয়া)
  2. Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া)

1. Principal verb/Main verb:

যে verb স্বাধীনভাবে নিজেই ক্রিয়া সম্পাদন করে অর্থ প্রকাশ করে, তাকে Principal verb বলে। অর্থাৎ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো verb এর উপর নির্ভরশীল নয়। Principal/Main verb ছাড়া কোনো বাক্য গঠিত হয় না।

Examples:

  • Rahim runs in the field.
  • Selina reads a book.
  • I worked at the restaurent yesterday.

2. Auxiliary verb:

যে verb Principal verb কে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে Auxiliary verb বলে। Auxiliary verb কে helping verb-ও বলা হয়।

Examples:

  • We will play football.
  • He is reading a magazine.
  • I have planned it just now.

Auxiliary verb দুই প্রকার:

  1. Primary Auxiliaries:
  • Be verb: am, is, are, was, were, being, been, will be
  • Have verb: has, have, had, having, will have
  • Do verb: does, do, did, will do

         2. Modal Ausiliaries:

  • Can, Could, Shall, Should, Will, Would, May, Might, Must, Ought to, Used to, dare.
Non-finite verb (অসমাপিকা ক্রিয়া):

যে verb দ্বারা কোনো Sentence এর সমাপ্তি ঘটে না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না এবং Number, Person, এবং Tense অনুযায়ী পরিবর্তীত হয় না তাকে Non-finite verb বলা হয়। অর্থৎ যে verb বাক্যে থাকা আবশ্যক নয় তাকে Non-finite verb বলে।

Examples:

  • They are ready to play now.
  • We have completed the given task.
  • Sleeping in the afternoon is not good for health.

Non-finite verb তিন প্রকার:

  1. Gerund
  2. Infinitive
  3. Participle

১. Gerund:

Verb + ing যদি বাক্যের Sub. হিসেবে, বাক্যের Obj. হিসেবে, অথবা Preposition এর Obj. হিসেবে কাজ করে তাকে Gerund বলে।

Examples:

  • Swimming is a good exercise.
  • He likes swimming.
  • He fonds of swimming.

২. Infinitive:

Infinitive গঠিত হয় Verb এর base form এর আগে to বসিয়ে। অর্থাৎ Infinitive= to+Verb এর base form.

Examples:

  • They decided to go out.
  • She agreed to go with russel.
  • To go to school is a good idea.

৩. Participle:

Verb একই সাথে Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Participle বলা হয়।

Examples:

  • A shinking ship.
  • A blooming flower.
  • The broken news.
  • A flying bird.

Finite verb and Non-finite verb চেনার সহজ নিয়ম:

Present form

Past indifinite

go, goes

went

Finite verb
Past participle

Gerund

gone

going

Non-finite verb(কিন্তু এদের পর্বে Auxiliary verb বসলে এরা Finite verb হয়) 
Infinitive

Having+v3(past participle)

to go

having gone

Non-finite verb

আরও কিছু গুরুত্বপূর্ণ Verb:

১. Transitive verb:

যে verb তার Subject এর কাজ সম্পূর্ণ করার জন্য object গ্রহণ করে তাকে Transitive verb বলে। অর্থাৎ যে verb এর object থাকে তাকে Transitive verb বলা হয়।

যেমন:

  • Kobita sings a song.
  • I taught the children.

২. Intransitive Verb:

যে Verb এর কোনো object থাকে না তখন তাকে Intransitive verb বলা হয়। অর্থাৎ যখন Verb তার কাজ সম্পূর্ণ করার জন্য কোন object গ্রহণ করে না তাই Intransitive verb।

যেমন:

  • Kobita sings well.
  • The birds fly.

৩. Linking verb:

যে verb Sentence এ Subject এর পরিচয় বাচক অতিরিক্ত word এর সহায়তা নিয়ে Sentence এর অর্থ সম্পূর্ণ করে তাকে  Linking verb বলে। কিছু গুরুত্বপূর্ণ Linking verb হলো:  Look, Feel, Smell, Taste, Sound, Grow, Prove, Remain ইত্যাদি।

যেমন:

  • He looks beautiful.
  • The man seems to be tired.

৪. Causative verb:

Causative verb মানে হলে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। যেমন: রাখাল গুরুকে ঘাস খাওয়াচ্ছে, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে।

Examples:

  • She feeds the chickens.
  • I let the chicken burn in the oven.
  • Could you help me carry my bags?

Read More:

Noun কাকে বলে ও এর প্রকারভেদ এর বিস্তারিত আলোচনা

Noun চেনার সহজ উপায় কি?

Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?

Determiner কাকে বলে?

Comments

16 responses to “Verb কাকে বলে? Verb(ক্রিয়া/কাজ) কত প্রকার ও কি কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link