TCB এর পূর্ণরূপ কি

TCB এর পূর্ণরূপ কি? টিসিবি এর কার্যাবলী কি কি?

TCB এর পূর্ণরূপ হলো: Trading Corporation Of Bangladesh

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি শাখা যা বিভিন্ন বাণিজ্য ও ব্যবসা নিয়ে কাজ করে। এটি ১ জানুয়ারী, ১৯৭২ সনে প্রতিষ্ঠিত হয়।

TCB এর মিশনঃ নিদিষ্ট কিছু সংখ্যক নিত্যপ্রয়োজনীয় পণ্যের আপদকালীন মজুদ গড়ে তুলে প্রয়োজনীয় সময়ে ভোক্তা সাধারণের নিকট সরবরাহ করার মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভুমিকা রাখা। Source: http://www.tcb.gov.bd/

TCB এর ভিশনঃ কতিপয় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থীতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখা।

টিসিবি’র কার্যাবলীঃ

  1. সরকারী নীতিমালা মেনে দেশে মালামাল, পণ্যদ্রব্য ও সামগ্রী আমদানি করা এবং বিদেশে রপ্তানি ব্যবসা পরিচালনা করা।
  2. আমদানিকৃত পণ্যদ্রব্য, মালামাল ও উপাদান সামগ্রী বিক্রয় ও বিতরনের ব্যবস্থা করা।
  3. সারা বছর খোলা বাজারে ডাল, চিনি এবং ভোজ্য তেল বিক্রি করে সাধারণ মানুষের চাহিদা মেটাতে কাজ করে।
  4. সরবরাহের ঘাটতি এবং মূল্যবৃদ্ধি রোধ করে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রেখে সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করা।

টিসিবি করোনা প্রাদুর্ভাবের পর থেকে সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে সক্ষম করেছে যা দারিদ্র্য বিমোচনসহ মানুষের জীবনমানের উন্নতিতে সহায়ক হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে পণ্য সরবরাহ করা সম্ভব হয়েছে। টিসিবির বিক্রয় কার্যক্রম দেশে ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।

বর্তমান সরকার টিসিবির প্রাতিষ্ঠানিক ও গুদামজাতকরণ ক্ষমতা বৃদ্ধি সহ বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে টিসিবির কার্যক্রম বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

TCB এর আরো কিছু পূর্ণরূপ:

  1. Taking Care of Business
  2. Tumor Cell Biology
  3. Trusted Computing Base
  4. Tools Control Board
  5. Tension Continuity Bias
  6. Timing Control Block
  7. Technical Disclosure Bulletin
  8. The Conference Board
  9. Telecommunication Certification Body
  10. Technology Capacity Building

আরো পড়ুন:

IEDCR এর সম্পূর্ণরূপ কি?

DSLR এর সম্পূর্ণরূপ কি?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link