• সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের পার্থক্য?

    সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের পার্থক্য?

    সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের পার্থক্য: সপুষ্পক উদ্ভিদঃ এদের ফুল, ফল ও বীজ হয়। দেহ, মূল, কাণ্ড ও পাতা আছে। নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। সপুষ্পক উদ্ভিদের মূল রয়েছে। এ উদ্ভিদের মূল মাটির গভীরে যায়। এরা আকার-আকৃতিতে বড় ও শক্ত হয়। উদাহরণ:ধান, আম, জাম, শিম, পাইন ইত্যাদি। অসপুষ্পক উদ্ভিদঃ ফুল, ফল ও বীজ হয় না।…

x