• যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনির প্রতীক কি কি?

    যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনির প্রতীক কি কি?

    যৌগিক স্বরধ্বনি দুইটি যথা: ঐ, ঔ। বাংলা বর্ণমালায় মোট যৌগিক স্বরধ্বনি ২টি। যেমন: অ+ই=ঐ অ+উ= ঔ মৌলিক স্বরধ্বনি হলো ৭টি। যথা: অ, আ, ই, উ,এ , অ্যা, ও। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বর্ণ জেনে নিন: নাসিক্য বর্ণ—ঙ, ঞ, ণ, ন, ম শিশধ্বনি– শ, ষ, স পরাশ্রিত বর্ণ– ং, ঃ,ঁ তাড়নজাত ধ্বনি– ড়, ঢ়

x