• মাৎস্যন্যায় কি বা মাৎস্যন্যায় কাকে বলে?

    মাৎস্যন্যায় কি বা মাৎস্যন্যায় কাকে বলে?

    রাজা শশাঙ্কের মৃত্যুর পর একশ বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে বা বিদ্যমান ছিল, এ অরাজকতাপূর্ণ সময়কে সংস্কৃত ভাষায় মাৎস্যন্যায় বলা হয়। ১. মাৎস্যন্যায়ের সময়কাল কত খ্রিষ্টাব্দ পর্যন্ত ছিল? উত্তর: আনুমানিক ৬৫০ খ্রিস্টাব্দ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। ২. মাৎস্যন্যায় শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর: সংস্কৃত ভাষার  শব্দ। ৩. মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়?…

x