• গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে?

    গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে?

    গাড়ি রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করবে। যদি কোনো রাস্তায় একাধিক লেন থাকে তাহলে সেই রাস্তার বাম পাশে ধীর গতির গাড়ি এবং ডান পাশের লেনে দ্রুত গতির গাড়ি চলাচল করবে। প্রশ্ন:  কখন বাম দিক দিয়ে ওভারটেক করা যায়? উত্তর: যখন সামনের গাড়ির চালক ডানদিকে মোড় নেওয়ার জন্য যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন…

x