• অগাধ জলের মাছ বাগধারাটির অর্থ কি?

    প্রশ্ন: অগাধ জলের মাছ বাগধারাটির অর্থ কি? উত্তর: সুচতুর ব্যক্তি।  উদাহরণ:  কবির সাহেব অগাধ জলের মাছ, তার চাল বোঝা বেশ মুশকিল।  সরল মনে হলেও লোকটা আসলে অগাধ জলের মাছ।  দেখতে বোকা মনে হলেও আকবর আসলে একটা অগাধ জলের মাছ।  আরো পড়ুন:  চোখ শব্দের সমার্থক শব্দ কি? মাথা শব্দটির সমার্থক শব্দ কি?

x