যে ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি, সে ধ্বনিগুলিকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি। এ বর্ণ গুলি উচ্চারণের সময় শিশ দেওয়ার মতো শব্দ হয় যার ফলে এদেরকে শিশ ধ্বনিও বলা হয়। শ, ষ, স, এবং হ এই চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে। এখানে উষ্ম অর্থ হলো নিঃশ্বাস। অর্থাৎ যেসব বর্ণ উচ্চারণের সময় শ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ উচ্চারণ করা যায়, তাদেরকে উষ্মবর্ণ/উষ্মধ্বনি বলা হয়। এখানে, শ, ষ, স— এ তিনিটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ, আর হ ঘোষ মহাপ্রাণ ধ্বনি। আরো পড়ুন: ব্যাকরণ কি ব্যাখ্যা কর?
Read More