শেরপুর জেলা কিসের জন্য বিখ্যাত?

শেরপুর জেলা কিসের জন্য বিখ্যাত?

শেরপুর জেলা ছানার পায়েস, ছানার চপ এবং অনুরাধার দই এর জন্য বিখ্যাত। শেরপুর জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান: গড় জরিপার দুর্গ মাইসাহেবা মসজিদ হযরত শাহ কামালের মাজার দরবেশ জরিপ শাহের মাজার নয়াবাড়ির টিলা কলা বাগান মধুটিলা ইকোপার্ক সুতানাল দীঘি পৌনে তিন আনী জমিদার বাড়ি গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলাটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা, এটি আয়তনে প্রায় ১৩৬৪.৬৭ বর্গ কিমি। শেরপুর জেলাটির পশ্চিমে অবস্থিত জামালপুর জেলা, পূর্বে রয়েছে ময়মনসিংহ জেলা, দক্ষিণেও জামালপুর জেলা এব উত্তরে রয়েছে মেঘালয়(ভারত)। মোট ৫টি উপজেলা ও ৫২ ইউনিয়ন নিয়ে শেরপুর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত্।

Read More