রাজবাড়ী জেলা চমচম, খেজুরের গুড় এর জন্য বিখ্যাত। রাজবাড়ী জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান: নীলকুঠি কল্যাণ দীঘি শাহ পাহলেয়ানের মাজার নলিয়া জোড় বাংলা মন্দির চাঁদ সওদাগরের ঢিবি রথখোলা সানমঞ্চ গোদার বাজার ঘাট জামাই পাগলের মাজার গোয়ালন্দ ঘাট দৌলতদিয়া ঘাট ঢাকা বিভাগের অন্তর্গত রাজবাড়ী জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ১১১৮.৮০ বর্গ কিমি। রাজবাড়ী জেলাটির পশ্চিমে রয়েছে কুষ্টিয়া জেলা, পূর্বে অবস্থিত ফরিদপুর জেলা, উত্তরে পদ্মা নদী এবং দক্ষিণে রয়েছে গড়াই নদী, তারপর ঝিনাইদহ ও মাগুরা জেলা। মোট ৫টি উপজেলা নিয়ে রাজবাড়ী জেলাটি বিস্তৃত একটি প্রশাসনিক অঞ্চল।
Read More