পণ্য বিনিময় সহায়ক কাজগুলো কি কি?
পণ্য বিনিময় সহায়ক কাজগুলো / কার্যাবলি হলো ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার বা বিজ্ঞাপণ। ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য বণ্টনের কার্যক্রম সুষ্ঠভাবে করার জন্য বিভিন্ন ধরণের বাধার সম্মুখীন হতে হয় যেমন: অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও জ্ঞানগত। অর্থাৎ অর্থগত বাধা দূর করে ব্যাংক, ঝুঁকিগত বাধা দূর করে বীমা, স্থানগত বাধা দূর করে পরিবহন, কালগত বা সময়গত…
পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বা কাজগুলি কি কি?
পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের কার্যাবলিকে বলা হয় পণ্য বিনিময়, অর্থাৎ শিল্পে উৎপাদিত পণ্য বা সেবাকর্ম প্রকৃত ভোগকারী বা গ্রাহকের নিকট পৌঁছাতে সম্পাদিত ক্রয়-বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলা হয়। পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় বা বণ্টনের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আর এ সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য সম্পাদিত সকল কর্মকাণ্ড হলো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী…