-
ওয়েস্টফালিয়ার চুক্তি কি | ওয়েস্টফালিয়ার চুক্তি করা হয়েছিল কেন?
২ অক্টোবর ১৬৪৮ সালে ত্রিশ বছরের যুদ্ধের সমাপ্তি উপলক্ষে ওয়েস্টফালিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়। ১৬৪৮ সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে যে শান্তি চুক্তি সম্পাদিত হয়, তাকেই ‘ওেয়স্টফালিয়া চুক্তি’ বলে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন- স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মান, সুইডেন, ডেনমার্ক, রাশিয়া, ইংল্যান্ড, পোল্যান্ডসহ অন্যন্য কতিপয় দেশ প্রায় ৩০ বছর(১৬১৮-১৬৪৮) যাবত যুদ্ধে লিপ্ত ছিল। এ যুদ্ধে…