ওহমের সূত্রটি কি বা ওমের সূত্র কাকে বলে?
ওহমের সূত্রটি হলো কোনও পরিবাহকের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহিত হয় তা সরাসরি তার পার্শ্ববর্তী সম্ভাব্য পার্থক্যের সাথে সমানুপাতিক হয়, তবে শর্ত থাকে যে তাপমাত্রা স্থির থাকে। অর্থাৎ ”তাপমাত্রা স্থীর থাকলে নির্দিষ্ট কোনো পরিবাহির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহী দুই প্রান্তের মধ্যকার বিভব পার্থক্যের সমানুপাতিক।”