যে ব্যবসায় একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে একমালিকানা ব্যবসায় বলে। অর্থাৎ একমালিকানা ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে এবং সে নিজে ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। একমালিকানা ব্যবসায় এত জনপ্রিয় কেন? একমালিকানা ব্যবসায় সবচেয়ে প্রচীনতম ব্যবসায় সংগঠন। এ ব্যবসায়টি খুব সহজেই গঠন করা যায়। যে কেউ ইচ্ছা করলে এ ব্যবসায় গঠন করে সে তার কর্মসংস্থান করতে পারে। স্বল্প পুঁজি বা মূলধন নিয়ে যে কেউ একমালিকানা ব্যবসায় গঠন করতে পারে। একমালিকানা ব্যবসায়ের মালিক স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করতে পারে। একমালিকানা ব্যবসায়ের মালিক একজন থাকায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসায়…
Read More