উপযোগ কি বা উপযোগ কাকে বলে?
কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তাছাড়া উপযোগ বলতে বুঝায় কোনো জিনিসের উপকারিতা। সুতরাং, উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতা। যে জিনের মাধ্যমে মানুষের অভাব পূরণ হয় তাহলে বুঝতে হবে ঐ জিনিসের উপযোগ আছে, যেমন: খাদ্য বস্ত্র, বাসস্থান, কাজগ ইত্যাদি। যখন একজন ব্যক্তি/ভোক্তা কোনো পণ্যদ্রব্য বা পরিষেবা ভোগ করে যে তৃপ্তি…