-
Present Indefinite Tense কাকে বলে? Present indefinite tense এর উদাহরণ?
Present Indefinite Tense বা Simple Present Tense: বর্তমানকালে যে কাজ হয়ে থাকে অর্থাৎ কোনো কাজ, ঘটনা, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, নিকট ভবিষ্যৎ ইত্যাদি বুঝালে তখন তাকে Present indefinite tense বলে। বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, য়, ও. এন অর্থাৎ করি, যাই, পড়ি, ঘুমাই, ঘুমাও, কর, যাও, পড়, যান, যাস, ঘুমাস, করেন, পড়েন ইত্যাদি…