Internet কত সালে আবিষ্কৃত হয়?

Internet আবিষ্কৃত হয় 1969 সালে।

আরও কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানঃ
১. Email কবে আবিষ্কৃত হয়? ——-উত্তরঃ Email আবিষ্কৃত হয় ১৯৭১ সালে।

২. Hotmail কত সালে আবিষ্কৃত হয়? —উত্তরঃ Hotmail আবিষ্কৃত হয় ১৯৯৬ সালে।

৩. Google কত সালে আবিষ্কৃত হয়? —উত্তরঃ Google আবিষ্কৃত হয় ১৯৯৮ সালে।

৪. Facebook কত সালে আবিষ্কৃত হয়? —উত্তরঃ Facebook আবিষ্কৃত হয় ২০০৪ সালে।

৫. Twitter কত সালে আবিষ্কৃত হয়? —উত্তরঃ Twitter আবিষ্কৃত হয় ২০০৬ সালে।

৬. বিশ্বে ইন্টারনেট চালু হয় কত সালে? ——-উত্তরঃ বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে

৭. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় কত সালে?—–উত্তরঃ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।

৮. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় কত সালে?—-উত্তরঃ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।

৯. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি?——– উত্তরঃ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার “IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে।

১০. বাংলাদেশে 3G চালু হয় কখন?—— উত্তরঃ বাংলাদেশে 3G চালু হয়14 OCTOBER, 2012।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link
Powered by Social Snap