DEPZ এর পূর্ণরূপ কি DEPZ এর সম্পর্কে জেনে নিন

DEPZ এর পূর্ণরূপ কি? DEPZ এর সম্পর্কে জেনে নিন?

DEPZ এর পূর্ণরূপ হলো: Dhaka Export Processing Zone.

DEPZ বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যা ডিইপিজেড, ঢাকা ইপিজেড বা সাভার ইপিজেড নামে পরিচিরত। Dhaka Export Processing Zone ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা ইপিজেড এর ৪৫১টি শিল্প প্লট রয়েছে এবং ৩৫৬.২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারের আশুলিয়া থানায় অবস্থিত। Dhaka Export Processing Zone দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। পরবর্তীতে ১৯৯৭ খ্রিষ্টাব্দে এটিতে আরো একটি সম্প্রসারিত অঞ্চল যুক্ত করা হয়।

ঢাকা ইপিজেড এর অবস্থান হলো ঢাকা শহর থেকে ৩৫ কিমি দূরে ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার আশুলিয়া থানার গণকবাড়ি এলাকায়। এটি চট্রগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩০৪ কিমি দূরে এবং হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠার ১০ বছর পর ১৯৯৩ সালে এসে গড়ে ওঠে ঢাকা ইপিজেড।

বাংলাদেশে মোট ৮টি ইপিজেড রয়েছে। ১৯৮৩ সালে চট্টগ্রাম ইপিজেড মাধ্যমে শুরু হয়, তারপর ঢাকা, মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড প্রতিষ্ঠিত হয়। ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডে নাইকি, পলো, পুমা, ইন্টার স্পোর্টস, সিয়ার্সসহ বিশ্বখ্যাত কয়েকটি ব্র্যান্ডের প্রায় ৫০ শতাংশ পণ্যই তৈরি হয়ে থাকে।

ঢাকা ইপিজেড এর প্রধান পণ্যসমূহ: 

  • তৈরি পোশাক
  • ইলেকট্রনিক্স পণ্য
  • গার্মেন্ট অ্যাক্সেসরিজ
  • অটোমোবাইল যন্ত্রাংশধাতব পণ্য
  • প্লাস্টিক
  • নিটিং ও বস্ত্র
  • জুতা প্রভৃতি
    উৎস: বেপজা কৃর্তৃক বার্ষক প্রতিবেদন ২০১৮

আরো পড়ুন:

WINDOW এর সম্পূর্ণরূপ কি?

UPS এর সম্পূর্ণরূপ কি?

HDMI এর সম্পূর্ণরূপ কি?

VPN এর সম্পূর্ণরূপ কি?

Comments

2 responses to “DEPZ এর পূর্ণরূপ কি? DEPZ এর সম্পর্কে জেনে নিন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link