IMO এর পূর্ণরূপ কি?

CID এর পূর্ণরূপ কি? CID মানে কি জেনে নিন?

CID এর পূর্ণরূপ হলো: Criminal Investigation Department

সিআইডি হলো একটি দেশের পুলিশের একটি গোয়েন্দা বিভাগ যা বিভিন্ন ধরনের মামলা সমাধান করে থাকে। পুলিশ এই ধরনের গোয়েন্দা বিভাগের সহায়তায় খুব সহজেই বিভিন্ন অপরাধ সমাধান করে। CID এর কোনো ইউনিফর্ম নেই। তারা বিভিন্ন অপরাধমূলক মামলা তদন্ত করে।

সিআইডি হলো পুলিশ সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট। তারা বিভিন্ন অপরাধ, মামলা-মোকদ্দমা এবং অপরাধ সম্পর্কিত তথ্য সংগ্রহ, তদন্ত নিয়ে কাজ করে। CID এর প্রধান কাজগুলির মধ্যে অন্যতম হলো ধর্ষণ, হত্যা, চুরি, ডাকাতি ইত্যাদি বিষয়ে তদন্ত করা এবং অপরাধী সনাক্ত করে আদালতে প্রমাণ সহ উপাস্থাপন করা। মামলাসমূহ তদন্ত করতে CID স্থানীয় পুলিশের সহায়তা নেন।

পুলিশ কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯০২ সালে ব্রিটিশ সরকার সিআইডি তৈরি করেছিল। ১৯০৬ সালের শুরুতে, বাংলায় CID প্রথমে C.W.C. দ্বারা পরিচালিত হয়। ২০০৯ সালে চট্টগ্রামের Criminal Investigation Department একটি উন্নত ফরেনসিক ল্যাব সুবিধা পেয়েছিল।

এটি ভারতের রাজ্য পুলিশ বাহিনীর তদন্ত এবং গোয়েন্দা শাখা। ভারতে বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী একটি সিআইডি বিশেষায়িত শাখার মালিক হয়। 

CID এর আরো কিছু পূর্ণরূপ হলো: 

  • Cubic Inch Displacement
  • Community Improvement District
  • Commercial Item Description
  • Corporate Identity Design (Marketing)
  • Collision Induced Dissociation
  • Cayman Islands Dollar (Currency)
  • Connected Information Device
  • Configuration Installation Distribution
  • Component Implementation Descriptor
  • Common Interest Development
  • Certified Interior Decorator
  • Combined Immunodeficiency Disease

Comments

One response to “CID এর পূর্ণরূপ কি? CID মানে কি জেনে নিন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link