BBC এর পূর্ণরূপ কি? BBC কি জেনে নিন?

AM ও PM এর পূর্ণরূপ কি? AM PM কিভাবে সনাক্ত করে?

AM এর পূর্ণরূপ হলো Ante meridian.

PM এর পূর্ণরূপ হলো Post Meridiem.

Ante meridian এর বাংলা করলে হয় “মধ্যাহ্নের আগে”। অন্যদিকে PM(Post Meridiem) এর অর্থ হলো “মধ্যাহ্নের পরে”  AM এবং PM মূলত ২৪ ঘন্টা ব্যবহারের পরিবর্তে ১২ ঘন্টা ঘড়ির বিন্যাসে সময় সনাক্ত করতে ব্যবহৃত হয়। AM দ্বারা বুঝায় মধ্যরাতের পরে থেকে শুরু করে মধ্যাহ্নের আগে। আর PM মধ্যাহ্নের পর থেকে মধ্যরাতের মধ্যে। নিচের ছবিটি লক্ষ করুন তাহলে আরো সহজে বুঝতে পারবেন।

AM এর পূর্ণরূপ কি

Image Form: 24timezones

AM কে দিনের প্রথমার্ধ বলা হয়। আর PM কে দিনের দ্বিতীয়ার্ধ বলা হয়। AM শুরু হয় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত। PM শুরু হয় দুপুর থেকে মধ্যরাতের মধ্য পর্যন্ত। সুতরাং AM মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সময় নির্দেশ করে(12:00 AM to 11:59 AM)। আর PM দুপুর থেকে মধ্যরাতের ঠিক আগ পর্যন্ত নির্দেশ করে(12 Pm to 11:59 PM)

AM এর আরো কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:

  • Amplitude Modulation
  • Application Management
  • Application Manager
  • Account Manager
  • Assistant Manager
  • Above Mentioned
  • Arranged Marriage
  • Associate Member
  • Assembly Member
  • Accounting Management

PM এর আরো কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:

  • Prime Minister
  • Postmaster
  • Postmortem
  • Power Management
  • Project Management
  • Project Manager
  • Process Management
  • Performance Management
  • Performance Measurement
  • Production Management
  • Performance Meeting

Read More:

Definition of Adjective and its types in Bengali?

Definition of Verb and its types in Bengali?

Comments

3 responses to “AM ও PM এর পূর্ণরূপ কি? AM PM কিভাবে সনাক্ত করে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link