আক্কেল গুড়ুম বাগধারাটির অর্থ কি?

আক্কেল গুড়ুম বাগধারাটির অর্থ কি?

উত্তর: আক্কেল গুড়ুম বাগধারাটির অর্থ হলো স্তম্ভিত, ঘাবড়ে যাওয়া, হতবুদ্ধি হওয়া। 

উদাহরণ: 

  1. ছেলের কথা শুনে বাবার আক্কেল গুড়ুম অবস্থা। 
  2. ইঁচরে পাকা ছেলেটার কথা শুনে আমার আক্কেল গুড়ুম অবস্থা। 
  3. বাচাল ছেলেটির ব্যবহার দেখে জাহাঙ্গীর মিয়ার আক্কেল গুড়ুম অবস্থা। 
  4. ছেলেটির ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে আবিদ সাহেবের একেবারে আক্কেল গুড়ুম অবস্থা। 

আরো পড়ুন: 

অক্কা পাওয়া বাগধারার অর্থ কি?

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.