ব্যবসায়ের বণ্টনকারী শাখা কোনটি?

ব্যবসায়ের বণ্টনকারী শাখা কোনটি?

ব্যবসায়ের বণ্টনকারী শাখা হলো বাণিজ্য।

ব্যবসায়ের উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকরী বা গ্রাহকদের নিকট পৌঁছানোর জন্য সম্পাদিত সকল কার্যাবলিকে বাণিজ্য বলে। শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা প্রকৃত ভোগকারী বা গ্রাহকদের নিকট বণ্টন করাই ব্যবসায়ের কাজ আর এ কাজটি করা হয় বাণিজ্যের মাধ্যমে। বাণিজ্যের প্রক্রিয়ার মধ্যে প্রাথমিক শিল্পে উৎপাদিত কাঁচামাল মাধ্যমিক শিল্পে এবং তা পরবর্তীতে মাধ্যমিক শিল্প হতে প্রকৃত ভোগকারী বা গ্রাহকদের নিকট বণ্টিত হয়। তাই বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।

উদাহরণ:

জনাব কবির যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ফুল বাগান থেকে ফূল ক্রয় করে পরিবহনের মাধ্যমে তা ঢাকায় নিয়ে আসে। তিনি ফূল উৎপাদকদের কাছ থেকে ফুল ক্রয় করে প্রকৃত ভোক্তাদের/গ্রাহকদের নিকট বিক্রি করেন। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে তিনি স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। তার এই কার্যক্রমকে বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত করা যায়।

বাণিজ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

১. বাণিজ্যের ঝুঁকিগত উপযোগ দূর করা যায় কিসের মাধ্যমে?
উত্তর: বিমা।

২. গুদামজাতকরণ বাণিজ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
উত্তর: কাল ও সময়গত।

৩. বণ্টনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে কোনগুলি?
উত্তর: ক্রয় ও বিক্রয়।

৪. বাণিজ্যের ক্ষেত্রে যথোপযুক্ত উক্তি কি?
উত্তর: ক) এটি একটি অর্থনৈতিক কাজ খ) এটি উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

৫. বৈদেশিক বাণিজ্য কি?
উত্তর: আমদানি, রপ্তানি ও পুনঃরপ্তানি

৬. বাণিজ্য কি ধরনের সমস্যায় সম্মুখীন হয়?
উত্তর: মালিকানাগত, ঝুঁকিগত, অর্থসংক্রান্ত।

৭. পণ্য বণ্টনে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে?
উত্তর: অর্থগত।

৮. পণ্য বণ্টনে স্থানগত বাধা দূর হয় কিসের মাধ্যমে?
উত্তর: পরিবহন।

৯. বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি অবদান কোন শিল্পের?
উত্তর: তৈরি পোশাক।

১০. পণ্য বণ্টন কি ধরনের ব্যবসায়িক কাজ?
উত্তর: পণ্য বণ্টন ব্যবসায়ের বাণিজ্যিক কাজের আওতাভুক্ত। 

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.