বঙ্গভঙ্গ কাকে বলে বা বঙ্গভঙ্গ কি?

বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?

শাসনকার্য পরিচালনার সুবিধার্থে বা সহজ করতে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলার বৃহৎ সীমানা বা অঞ্চলকে তৎকালীন ইংরেজ শাসকগণ কর্তৃক দুইভাগে ভাগ করাকে বঙ্গভঙ্গ বলা হয়।

১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ সম্পন্ন করা হয় এবং যে দুটি ভাগে ভাগ করে তা হল:

  1. বাংলা প্রদেশ
  2. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ
  • বঙ্গভঙ্গের কারণগুলো দেখে নিন:
  1. শাসনতান্ত্রিক কারণে
  2. রাজনৈতিক কারণে
  3.  কর নীতির কারণে
  4. অর্থনৈতিক কারণে
  5. সামাজিক কারণে
  6. সাংস্কৃতিক কারণে

১৯১১ সালে আবার এই বঙ্গভঙ্গ রদ করা হয়।

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.