জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্ন ও উত্তরq

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায়। তিনি ১৭ মার্চ ১৯২০ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবের বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম মোসাম্মৎ সায়েরা খাতুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

১. মুজিব শব্দের অর্থ কি?
উত্তর: উত্তরদাতা।

২. বঙ্গবন্ধুর পিতার নাম কি?
উত্তর: শেখ লুৎফর রহমান

৩. বঙ্গবন্ধুর মাতার নাম কি?
উত্তর: মোসাম্মৎ সায়েরা খাতুন।

৪. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?
উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজব(ডাকনাম রেণু)।

৫. শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল?
উত্তর: খোকা।

৬. শেখ মুজিবের জন্মস্থান কোথায়?
উত্তর: ফরিদপুর জেলা, গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায়।

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন?
উত্তর: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

৮. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৯. কাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” বলা হয়?
উত্তর: শেখ মুজিবুর রহমানকে।

১০. ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কার লেখা?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১১. কোন স্কুল থেকে বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন এবং কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।

১২. ‘মুজিব বর্ষ’ কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী।

১৩. ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪. ‘মুজিব বর্ষ’ উদযাপন জাতীয় কমিটির সভাপতি কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫. অমর একুশ গ্রন্থমেলা ২০২০ কাকে উৎসর্গ করা হয়?
উত্তর: ‘মুজিব বর্ষ’ উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে।’

১৬. ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে?
উত্তর: ডক্টর অব লজ(মরণোত্তর)

১৭. বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুল থেকে?
উত্তর: গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে।

১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন?
উত্তর: কলকাতা ইসলামিয়া কলেজ হতে।

১৯. শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নং কক্ষে থেকেছিলেন?
উত্তর: ২৪ নং কক্ষে।

২০. ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি?
উত্তর: মাওলানাা আজাদ কলেজ।

২১.  ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন শেখ মুজিবুর রহমান?
উত্তর: আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

২২. শেখ ‍মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল কবে?
উত্তর: সেপ্টেম্বর মাস, ১৯৪৭ সালে।

২৩. শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে বহিস্কৃত হন এবং কেন?
উত্তর: এপ্রিল, ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত করে কারন তিনি চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন।

২৪.  ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুকে ছাত্রত্ব ফিরিয়ে দেয়?
উত্তর: ১৪ আগষ্ট, ২০১০ সাল।

২৫. বঙ্গবন্ধু কত সালে চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন?
উত্তর: ১৯৩৬ সালে।

২৬. শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করেন কবে?
উত্তর: ১৯৩৮ সালে।

২৭. বঙ্গবন্ধু ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন?
উত্তর: যুগ্ম সাধারন সম্পাদক পদে ছিলেন।

২৮. বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন?
উত্তর: ৯ জুলাই ১৯৫৩ সালে(১৯৫৩-১৯৬৬)।

২৯. বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন?
উত্তর: গোপালগঞ্জ আসন থেকে নির্বাচন হন।

৩০. যুক্তফ্রন্ট সরকারের বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান?
উত্তর: কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন (১৯৫৪ সালের ১৫ মে)

৩১. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কাকে করা হয়েছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

৩২. কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়?
উত্তর: ১৯৬৮ সালে।

৩৩. আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি কতজন ছিল?
উত্তর: ৩৫ জন।

৩৪. শেখ মুজিবের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে?
উত্তর: ১৯৬৪ সালের ১১ মার্চ।

৪০. বঙ্গবন্ধু ছয় দফা দাবি ঘোষণা করেন কবে?
উত্তর: ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে(লাহোরে)

৪১. বঙ্গবন্ধু ছয় দফা দাবি আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করেন?
উত্তর: ২৩ মাচ, ১৯৬৬ সালে।

৪২. বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন?
উত্তর: ১৯৬০ সালে।

৪৩. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়?
উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

৪৪. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে(সোহরাওয়ার্দী উদ্যান)।

৪৫. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাদি দেন কে?
উত্তর:  তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

৪৬. বঙ্গবন্ধু কবে ‘বাংলাদেশ’ নামকরণ করেন?
উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।

৪৭. বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়?
উত্তর: ১৯৭১ সালের ৩ মার্চ।

৪৮. বঙ্গবন্ধুকে ’জাতির জনক’ উপাধি দিয়েছিল কে?
উত্তর: আ স ম আবদুর রব।

৪৯. শেখ মুজিবুর রহমান কত সালে তাঁর ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ।

৫০. শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন?
উত্তর: রেসকোর্স ময়দানে(বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)

৫১. কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন?
উত্তর: ৭ মার্চের ভাষণে।

৫২. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন?
উত্তর: ৪টি দাবি।

৫৩. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বধীন বাংলা  বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো?
উত্তর: বজ্রকন্ঠ নামে।

৫৪. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে?
উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে।

৫৫. পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তর করে?
উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ(প্রথম প্রহরে)।

৫৬. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৫৭. পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?
উত্তর: ১২ বছর।

৫৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান।

৫৯. বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর’ কবিতাঠি কে লেখেন?
উত্তর: অন্নদাশঙ্কর রায়।

৬০. ‘বঙ্গবন্ধু’ কবিতাটি কার লেখা?
উত্তর: জসীমউদ্দীন (১৯৭১ সাল ১৬ মার্চ)

৬১.  বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্ত দেয়?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

৬২. বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন?
উত্তর: ৬ ফেব্রুয়ারি ১৯৭২ সালে।

৬৩. বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হন?
উত্তর: ১০ অক্টোবর ১৯৭২ সালে।

৬৪. কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তর: ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর।

৬৫. বঙ্গবন্ধু কবে’জোটনিরপেক্ষ আন্দেলন’ এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান?
উত্তর: ১৯৭৩ সালের ৬ সেপ্টেম্বর।

৬৬. বঙ্গবন্ধু পাকিস্তানের কোন কারাগারে বন্দী ছিলেন?
উত্তর: মিয়ানওয়ালি কারাগার।

৬৭. ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি?
উত্তর: অপারেশন ‘বিগবার্ড’।

৬৮. বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
উত্তর:  ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে। (২৯তম অধিবেশনে)

৬৯. স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৩০টি দেশ।

৭০. বঙ্গবন্ধুর রচিত কতটি বেই প্রকাশ পেয়েছে?
উত্তর: ৩টি বই(অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন)।

৭১. বঙ্গবন্ধুর প্রকাশিত প্রথম বইয়ের নাম কি?
উত্তর: অসমাপ্ত আত্মজীবনী।

৭২. অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়?
উত্তর: ১৩টি ভাষায়(সর্বশেষ ইতালীয় ভাষা)

৭৩. বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি?
উত্তর: কারাগারের রোজনামচা।

৭৪. কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়?
উত্তর: ২টি ভাষায়।

৭৫. বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কি?
উত্তর: শেখ মুজিব আমার পিতা।

৭৬. বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘মুজিব ভাই’ বইটি কার লেখা?
উত্তর: এবিএম মূসা।

৭৭. বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়?
উত্তর: ১৫ আগষ্ট ১৯৭৫ সালে।

৭৮. বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে?
উত্তর: ১২ মার্চ ১৯৯৭ সালে।

৭৯. বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে?
উত্তর: ২০১০ সালের ২৭ জানুয়ারি।

৮০. বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে?
উত্তর: ৫ জনের।

Reference

  • সালেহিন কবির, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

Posted

in

by

Tags:

Comments

6 responses to “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link