কুমিল্লা জেলার উপজেলা সমূহ

কুমিল্লা জেলার উপজেলা সমূহ কয়টি ও কি কি? কুমিল্লা জেলার ইউনিয়ন সমূহ কয়টি?

কুমিল্লা জেলার উপজেলা সমূহ মোট ১৭টি এবং মোট ইউনিয়ন রয়েছে ১৯২টি। কুমিল্লা জেলাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এই জেলাটি খাটি কাপড় ও মাতৃভান্ডার রসমলাই এর জন্য বিখ্যাত। কুমিল্লার উত্তরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে অবস্থিত নোয়াখালী ও ফেনী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলা অবস্থিত। 

কুমিল্লা জেলার উপজেলা সমূহ:

  1. আর্দশ সদর উপজেলা
  2. সদর দক্ষিন উপজেলা
  3. বুড়িচং উপজেলা
  4. বরুড়া উপজেলা
  5. চৌদ্দগ্রাম উপজেলা
  6. দেবিদ্বার উপজেলা
  7. মুরাদনগর উপজেলা
  8. হোমনা উপজেলা
  9. দাউদকান্দি উপজেলা
  10. ব্রাহ্মনপাড়া উপজেলা
  11. মনোহরগঞ্জ উপজেলা
  12. লাকসাম উপজেলা
  13. নাঙ্গলকোট উপজেলা
  14. তিতাস উপজেলা
  15. চান্দিনা উপজেলা
  16. মেঘনা উপজেলা
  17. লালমাই উপজেলা

কুমিল্লা জেলার ইউনিয়ন সমুহ:

আর্দশ সদর উপজেলার ইউনিয়ন সমুহ মোট ৬টি: কালীরবাজার ইউনিয়ন, দূর্গাপুর(উত্তর) ইউনিয়ন, দুর্গাপুর(দক্ষিণ) ইউনিয়ন, আমড়াতলী ইউনিয়ন, পাঁচথুবী ইউনিয়ন, জগন্নাথপুর ইউনিয়ন।

সদর দক্ষিন উপজেলার ইউনিয়ন সমুহ মোট ১৪টি: জোড়কানন (পুর্ব) ইউনিয়ন, জোড়কানন (পশ্চিম) ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন, বারপাড়া ইউনিয়ন, গলিয়ারা ইউনিয়ন, বাগমারা (উত্তর) ইউনিয়ন, বাগমারা (দক্ষিন) ইউনিয়ন, ভূলইন (উত্তর) ইউনিয়ন, ভূলইন (দক্ষিন) ইউনিয়ন, বেলঘর (উত্তর) ইউনিয়ন, বেলঘর (দক্ষিন) ইউনিয়ন, পেরুল (উত্তর) ইউনিয়ন, পেরুল (দক্ষিন) ইউনিয়ন, বিজয়পুর ইউনিয়ন। 

মুরাদনগর উপজেলার ইউনিয়ন সমুহ মোট ২২টি:

১নং শ্রীকাইল ইউনিয়ন, ৩নং আন্দিকোট ইউনিয়ন, ২নং আকুবপুর ইউনিয়ন, ৪নং পুর্বধৈইর (পুর্ব) ইউনিয়ন, ৫নং পুর্বধৈইর (পশ্চিম) ইউনিয়ন, ৬নং বাঙ্গরা (পূর্ব) ইউনিয়ন, ৫নং পুর্বধৈইর (পশ্চিম) ইউনিয়ন, ৮নং চাপিতলা ইউনিয়ন, ৯নং কামাল্লা ইউনিয়ন, ১০নং যাত্রাপুর ইউনিয়ন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন, ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন, ১২নং নবীপুর (পুর্ব) ইউনিয়ন, ১৪নং ধামঘর ইউনিয়ন, ১৫নং জাহাপুর ইউনিয়ন, ১৩নং নবীপুর (পশ্চিম) ইউনিয়ন, ১৬নং ছালিয়াকান্দি ইউনিয়ন, ১৭নং দারোরা ইউনিয়ন, ১৮নং পাহাড়পুর ইউনিয়ন, ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন, ২২নং টনকী ইউনিয়ন। 

দেবিদ্বার উপজেলার ইউনিয়ন সমুহ মোট ১৫টি: সুবিল ইউনিয়ন, রসুলপুর ইউনিয়ন, গুনাইঘর (উত্তর) ইউনিয়ন, গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন, বড়শালঘর ইউনিয়ন, রাজামেহার ইউনিয়ন, ইউসুফপুর ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, ভানী ইউনিয়ন, ফতেহাবাদ ইউনিয়ন, জাফরগঞ্জ ইউনিয়ন, ধামতী ইউনিয়ন, বরকামতা ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন, এলাহাবাদ ইউনিয়ন। 

দাউদকান্দি উপজেলার ইউনিয়ন সমুহ মোট ১৫টি: দৌলতপুর ইউনিয়ন, দাউদকান্দি(উত্তর) ইউনিয়ন, ইলেটগঞ্জ (উত্তর) ইউনিয়ন, ইলেটগঞ্জ (দক্ষিন) ইউনিয়ন, জিংলাতলী ইউনিয়ন, সুন্দলপুর ইউনিয়ন, গৌরিপুর ইউনিয়ন, মোহাম্মদপুর (পূব) ইউনিয়ন, মোহম্মদপুর(পশ্চিম) ইউনিয়ন, গোয়ালমারী ইউনিয়ন, মারুকা ইউনিয়ন, বিটেশ্বর ইউনিয়ন, পদুয়া ইউনিয়ন, পাঁচগাছিয়া(পশ্চিম) ইউনিয়ন, বারপাড়া ইউনিয়ন। 

হোমনা উপজেলার ইউনিয়ন সমুহ মোট ৯টি: মাথাভাঙ্গা ইউনিয়ন, ঘাগুটিয়া ইউনিযন, আছাদপুর ইউনিয়ন, চান্দেরচর ইউনিয়ন, ভাষানিয়া ইউনিয়ন, নিলখী ইউনিয়ন, ঘারমোড়া ইউনিয়ন, জয়পুর ইউনিয়ন, দুলালপুর ইউনিয়ন। 

বরুড়া উপজেলার ইউনিয়ন সমুহ মোট ১৩টি: আগানগর ইউনিয়ন, ভবানীপুর ইউনিয়ন, খোশবাস (উ:) ইউনিয়ন, ঝলম ইউনিয়ন, চিতড্ডা ইউনিয়ন, শিলমুড়ি (দ:) ইউনিয়ন, শিলমুড়ি (উ:) ইউনিয়ন, গালিমপুর ইউনিয়ন, শাকপুর ইউনিয়ন, ভাউকসার ইউনিয়ন, চান্দলা ইউনিয়ন, আড্ডা ইউনিয়ন, আদ্রা ইউনিয়ন। 

ব্রাহ্মনপাড়া উপজেলার ইউনিয়ন সমুহ মোট ৮টি: শিদলাই ইউনিয়ন, চান্দলা ইউনিয়ন, শশীদল ইউনিয়ন, দুলালপুর (২) ইউনিয়ন, ব্রাহ্মনপাড়া সদর ইউনিয়ন, সাহেবাবাদ ইউনিয়ন, মালাপাড়া ইউনিয়ন, মাধবপুর ইউনিয়ন। 

বুড়িচং উপজেলার ইউনিয়ন সমুহ মোট ৮টি: ময়নামতি ইউনিয়ন, ভারেল্লা ইউনিয়ন, মোকাম ইউনিয়ন. বুড়িচং সদর ইউনিয়ন, বাকশীমূল ইউনিয়ন, পীরযাত্রাপুর ইউনিয়ন, ষোলনল ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন। 

চৌদ্দগ্রাম উপজেলার ইউনিয়ন সমুহ মোট ১৩টি:

শ্রীপুর ইউনিয়ন, কাশিনগর ইউনিয়ন, কালিকাপুর ইউনিয়ন, শুভপুর ইউনিয়ন, ঘোলপাশা ইউনিয়ন, মুন্সীরহাট ইউনিয়ন, বাতিসা ইউনিয়ন, কনকাপৈত ইউনিয়ন, চিওড়া ইউনিয়ন, জগন্নাথদিঘী ইউনিয়ন, গুনবতী ইউনিয়ন, আলকরা ইউনিয়ন, উজিরপুর ইউনিয়ন। 

মনোহরগঞ্জ উপজেলার ইউনিয়ন সমুহ মোট ১০টি: বাইশগাঁও ইউনিয়ন, সরসপুর ইউনিয়ন, হাসনাবাদ ইউনিয়ন, ঝলম উত্তর ইউনিয়ন, ঝলম দক্ষিন ইউনিয়ন, মৈশাতুয়া ইউনিয়ন, লক্ষনপুর ইউনিয়ন, উত্তর হাওলা ইউনিয়ন, নাথেরপেটুয়া ইউনিয়ন, বিপুলাসার ইউনিয়ন। 

লাকসাম উপজেলার ইউনিয়ন সমুহ মোট ৭টি: বাকই ইউনিয়ন, মুদাফফর গঞ্জ ইউনিয়ন, কান্দিরপাড় ইউনিয়ন, গোবিন্দপুর ইউনিয়ন (2), উত্তরদা ইউনিয়ন, লাকসাম পুর্ব ইউনিয়ন, আজগরা ইউনিয়ন। 

নাঙ্গলকোট উপজেলার ইউনিয়ন সমুহ মোট ১২টি: বাঙ্গড্ডা ইউনিয়ন, পেরিয়া ইউনিয়ন, রায়কোট ইউনিয়ন, মোকরা ইউনিয়ন, মক্রবপুর ইউনিয়ন, হেসাখাল ইউনিয়ন, আদ্রা ইউনিয়ন, জোড্ডা ইউনিয়ন, ঢালুয়া ইউনিয়ন, দৌলখাঁড় ইউনিয়ন, বক্সগঞ্জ ইউনিয়ন, সাতবাড়ীয়া ইউনিয়ন। 

তিতাস উপজেলার ইউনিয়ন সমুহ মোট ৯টি: সাতানী ইউনিয়ন, জগতপুর ইউনিয়ন, বলরামপুর ইউনিয়ন, কড়িকান্দি ইউনিয়ন, কলাকান্দি ইউনিয়ন, ভিটিকান্দি ইউনিয়ন, নারান্দিয়া ইউনিয়ন, জিয়ারকান্দি ইউনিয়ন, মজিদপুর ইউনিয়ন। 

চান্দিনা উপজেলার ইউনিয়ন সমুহ মোট ১৩টি: সুহিলপুর ইউনিয়ন, বাতাঘাসি ইউনিয়ন, জোয়াগ ইউনিয়ন, বরকরই ইউনিয়ন, মাধাইয়া ইউনিয়ন, দোল্লাই নবাবপুর ইউনিয়ন, মহিচাইল ইউনিয়ন, গল্লাই ইউনিয়ন, কেরণখাল ইউনিয়ন, মাইজখার ইউনিয়ন, এতবারপুর ইউনিয়ন, বাড়েরা ইউনিয়ন, বরকইট ইউনিয়ন। 

মেঘনা উপজেলার ইউনিয়ন সমুহ মোট ৮টি: মানিকারচর ইউনিয়ন, চন্দনপুর ইউনিয়ন, চালিভাঙ্গা ইউনিয়ন, গোবিন্দপুর ইউনিয়ন, বড়কান্দা ইউনিয়ন, রাধানাগর ইউনিয়ন, লুটেরচর ইউনিয়ন, ভাওরখোলা ইউনিয়ন। 

লালমাই উপজেলার ইউনিয়ন সমুহ ৯টি: বাগমারা উত্তর ইউনিয়ন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন, ভূলইন উত্তর ইউনিয়ন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন, বেলঘর উত্তর ইউনিয়ন, বেলঘর দক্ষিণ ইউনিয়ন, পেরুল উত্তর ইউনিয়ন, পেরুল দক্ষিণ ইউনিয়ন, বাকই উত্তর ইউনিয়ন। 

আরো জুনুন: http://www.comilla.gov.bd/

আরো পড়ুন: 

কুমিল্লা বিখ্যাত কিসের জন্য?


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link