প্রশ্ন: হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?
ক) ইথিওপিয়া
খ) ইন্দোনেশিয়ায়
গ) জার্মানিতে
ঘ) ভারতে
উত্তর: গ) জার্মানিতে
প্রশ্ন: হাইডেলবার্গ মানব কোন যুগের প্রতিনিধি?
উত্তর: হাইডেলবার্গ মানব নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধি।
১৯০৭ সালে ড্যানিয়েল হার্টম্যানের দ্বারা জার্মানির হাইডেলবার্গের কাছে প্রাগৈতিহাসিক মানুষের নিচের চোয়ালের হাড় আবিষ্কার হয়েছিল এবং যার নামকরণ করেন ”হাইডেলবার্গ মানব” যা ইংরেজিতে Heidelberg Man বলা হয়।
হাইডেলবার্গ মানব হোমো হাইডেলবার্গেনসিস নামে পরিচিত। ড্যানিয়েল হার্টম্যান জার্মানির হাইডেলবার্গে মায়ার নামক স্থানে এই প্রজাতির মানুষের চোয়ালের কিছু হাড় আবিষ্কার করেন। মায়ার অঞ্চলে হাইডেলবার্গ মানব আবিষ্কৃত হওয়ায় এটিকে মায়ার মানুষও বলা হয়। ধারণা করা হয় যে এরা ৪ – ৭ লাখ বছর আগে বিচরণ করত। এদের শিকারের মধ্যে ছিল: হরিণ, হাতি, পশমি গরু, মোষ, গণ্ডার।
Leave a Reply