বিশ্বের প্রথম ক্লোন মানব শিশু ‘ইভ’ ২৬ ডিসেম্বর ২০০২ সালে জন্মগ্রহণ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানব গবেষণা সংস্থা ‘ক্লোনেইড’ কর্তৃক সৃষ্ট এ কন্যা শিশুটি ৩১ বছর বয়স্ক তার মার্কিন মা’র জিন থেকে সৃষ্টি করা হয়। নিরাপত্তর কথা চিন্তা করে ৭ পাউন্ড ওজনের শিশুটি সুস্থভাবে ভূমিষ্ট হওয়ার ছবি বা বিশদ কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ক্লোনিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মানব শিশু তৈরি করাকেই আমরা মানব ক্লোনিং নামে জানি। তবে বিশ্বের প্রায় সমস্থ দেশেই ভবিষ্যত প্রজন্মকে বিপদের হাত থেকে রক্ষা ও মানব কল্যাণের জন্য এ মানব ক্লোনিং পদ্ধতিটি নিষিদ্ধ করা হয়েছে।
Leave a Reply