বাংলাদেশের সরকারি নোট কয়টি ও কি কি? উত্তর: বাংলাদেশের সরকারি নোট ৩টি। যথা: এক টাকা,দুই টাকা ও পাঁচ টাকা।
বর্তমানে বাংলাদেশে সরকারি নোট তিনটি ১ টাকা, ২টাকা ও ৫টাকা এবং প্রচলিত নোট ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১০০০ এবং ২০০ টাকার নোট ২০২১ সাল থেকে নিয়মিত বাজারে থাকবে। এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার নোট অর্থ মন্ত্রনালয়ের আওতায়। অর্থাৎ সরকারি নোট বের করে অর্থ মন্ত্রণালয় এবং এতে থাকে অর্থসচিবের সই থাকে।
সরকারি নোট ও ব্যাংক নোট এর মধ্যে পার্থক্য:
সরকারি নোট:
- একটি দেশের সরকার কর্তৃক বিহিত মুদ্রা।
- এই নোট অর্থ মন্ত্রনালয় কর্তৃক ইস্যু করে।
- সরকারি নোটে অর্থ সচিবের সাক্ষর থাকে।
- সরকারি নোট হলো: ১, ২, ৫ টাকা।
ব্যাংক নোট:
- সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রা।
- ব্যাংক নোটে গভর্নর এর সাক্ষর থাকে।
- বাংলাদেশ ব্যাংক ব্যাংক নোট বের করে।
- ব্যাংক নোট হলো ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১,০০০।


উপরের ৫ টাকার দুইটি নোট দেখতে পাচ্ছেন। প্রথম পাঁচ টাকা নোটের উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখা আছে যা সরকারি নোট এবং দ্বিতীয় পাঁচ টাকা নোটের উপর লিখা বাংলাদেশ ব্যাংক যা ব্যাংক নোট। ব্যাংক নোট বের করে বাংলাদেশ ব্যাংক। সরকারি নোট অর্থ মন্ত্রণালয় বের করে।
আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন. বাংলাদেশে প্রথম নোট চালু হয় কত সালে?
উত্তর. ৪ মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।
প্রশ্ন: এক টাকার ও দুই টাকার নোটে স্বাক্ষর থাকে কার?
উত্তর. অর্থ সচিবের
প্রশ্ন. ‘সবার জন্য শিক্ষা’ এই স্লোগানটি কোন নোটে আছে?
উত্তর. দুই টাকার নোটে।
প্রশ্ন. বাংলাদেশের ৫০০ টাকার নোট কোন দেশ থেকে ছাপা হয়?
উত্তর. জার্মানিতে।
প্রশ্ন. বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয় কোথায় থেকে?
উত্তর. সুইজারল্যান্ড থেকে।
প্রশ্ন. বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজের মুদ্রা কোনটি?
উত্তর. বাংলাদেশের ২টাকার নোট (২০১১-২০১২ সালে অনুষ্ঠিত রাশিয়ার একটি online entertainment outlet এর এক জরিপে সর্বোচ্চ ভোট পেয়ে এটি প্রথম স্থান লাভ করে।
আরো পড়ুন:
উদ্যোক্তা বলতে কি বুঝায়? সফল উদ্যোক্তার গুণাবলি কি কি?
ব্যবসায় বলতে কি বুঝায়? ব্যবসায়ের বিভিন্ন প্রকারভেদের আলোচনা কর?
Leave a Reply