যে সকল অংশীদারগণ চুক্তি অনুযায়ী ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবসায় ব্যবস্থাপনা ও পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার বলে।
অর্থাৎ নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং চুক্তি অনুযায়ী লাভ-লোকসান বণ্টন করে। তাদের ব্যবসায় পরিচালনা করার অধিকার থাকা সত্ত্বেও তারা সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনার কাজে অংশগ্রহণ করে না। নিষ্ক্রিয় অংশীদারগণ সাধারণ অংশীদারদের মত লাভ-লোকসান পায়।
তাহলে বলা যায়, যে অংশীদারগণ চুক্তি অনুযায়ী ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ও লাভ-লোকসান ভাগ করে, কিন্তু অধিকার থাকা স্বত্ত্বেও ব্যবসায় পরিচালনার কাজে অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার বলা হয়। ঘুমন্ত অংশীদারদের দায় অসীম।
সাংকেতিকভাবে, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার = মূলধন বিনিয়োগ + লভ্যাংশ গ্রহণ + দায় গ্রহণ (অসীম) – পরিচালনা
নিষ্ক্রিয় অংশীদার এর বৈশিষ্ট্য কি কি?
- চুক্তি অনুযায়ী ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ও লাভ-লোকসান বণ্টন।
- অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনার কাজে অংশগ্রহণ করে না।
- অংশীদারদের দায় অসীম।
- ব্যবসায়ের কোনো প্রকার কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট কোনোভাবে দায়বদ্ধ নয়।
Leave a Reply