যে শিল্প প্রকিয়ার মাধ্যমে প্রাকৃতিক উৎস বা ভূগর্ভ, পানি বা বায়ু থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে।
সহজ ভাষায়, প্রকৃতি পদত্ত বিভিন্ন উৎস হতে সম্পদ আহরন বা উত্তোলন করাকেই নিষ্কাশন শিল্প বলা হয়।
উদাহরণ:
সাগর বা নদী হতে মাছ ধরা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। সাগর ও নদী হলো প্রাকৃতিক উৎস্য। এগুলি ছাড়াও প্রকৃতি হতে তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ, লোহা, তামা ইত্যাদি খনিজ সম্পদ সংগ্রহ করাও নিষ্কাশন শিল্পের আওতায় পরে।
নিষ্কাশন শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরন ও স্থানান্তর করে এদের উপযোগিতা বৃদ্ধি করে ব্যবহার উপযোগী করে তোলা হয়।
Leave a Reply