ট্রেড কি বা ট্রেড কাকে বলে?

ট্রেড কি বা ট্রেড কাকে বলে?

ট্রেড কি?

মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম ক্রয়-বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলা হয়।

সুতরাং ট্রেড হলো ব্যক্তি, প্রতিষ্ঠান/সংস্থা, দেশ এবং অন্যান্য সত্তার মধ্যে পণ্য ও পরিষেবা ক্রয়-বিক্রয়ের কার্যক্রম। পণ্য বিনিময়ের কার্যক্রম শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক পর্যায়েও হয়ে থাকে। আমদানি-রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক ট্রেড বা পণ্যবিনিময় হয়ে থাকে।

আন্তার্জাতিক ট্রেড বা বাণিজ্য হলো এক দেশের সাথে অন্য দেশের মধ্যে পণ্য ও পরিষেবাদি ক্রয়-বিক্রয় করা। আন্তর্জাতিক ট্রেডের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি কার্যক্রম বড় অবদান রাখে।

ট্রেড বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যের স্বত্বগত বাধা দূর হয়। ট্রেডের মধ্যমে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে মালিকানা বা ব্যক্তিগত বাধা দূর হয়।

Comments

One response to “ট্রেড কি বা ট্রেড কাকে বলে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link