বাহ্যিক উদ্দীপনার প্রতিক্রিয়া হিসাবে উদ্ভিদের কোনও অংশের বাঁকানো বা চলাচলকে ট্রপিক চলন বলে।
অর্থাৎ উদ্ভিদও অন্যান্য জীবের ন্যায় অনুভূতিসম্পন্ন। এজন্য অভ্যন্তরীণ বা বহিঃউদ্দীপক উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রপিক চলন বলে। যেমনঃ আলোর প্রাভাবে কাণ্ডের আলোর দিকে চলন ঘটে।
Leave a Reply