প্রশ্ন: জাভা মানব কোথায় পাওয়া যায়?
ক) জার্মানিতে
খ) অষ্ট্রেলিয়ায়
গ) চীনে
ঘ) ইন্দোনেশিয়ায়
উত্তর: ঘ) ইন্দোনেশিয়ায়
ইন্দোনেশিয়ার অন্তর্গত পূর্ব জাভার সোলো নদীর তীরে প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি আবিষ্কৃত হয় ১৮৯১ সালে। আর এই আদি মানবের নামকরণ করা হয় ”জাভা মানব” যা ইংরেজিতে ‘Java Man’ বলা হয়। ড.ইউজিন ডুবয়েস সর্বপ্রথম হোমো ইরেক্টাসের জীবাশ্ম আবিষ্কার করেন ইন্দোনেশিয়ার জাভায়। হোমো ইরেক্টাসের অপর নাম হলো জাভা মানব।
জাভাতে জীবশ্ম/fossils অনুসন্ধান করার সময় ড.ইউজিন ডুবয়েস (Eugène Dubois) ১৮৯১ সালে একটি মানুষের মাথার খুলি আবিষ্কৃত আবিষ্কার করেছিলেন। যা এখন জাভা মানব হিসেবে পরিচিত।
Leave a Reply