কাজী নজরুল ইসলাম সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এক নজরে দেখে নিনঃ
১. বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
২. কাজী নজরুল ইসলাম কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: তিনি জন্মগ্রহণ করেন ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
৩. কাজী নজরুল ইসলামের পিতা-মাতার নাম কি?
উত্তর: নজরুলের পিতার নাম, কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন।
৪. কাজী নজরুল ইসলামের দাম্পত্য সংগী কে ছিলেন?
উত্তর: নার্গিস আসার খানম এবং প্রমিলা দেবী(বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয় প্রমীলা)।
৫. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৬. কাজী নজরুল ইসলামের জাতীয়তা লিখ?
উত্তর: ব্রিটিশ ভারতীয় (১৮৯৯-১৯৪৭), ভারতীয় (১৯৪৭-১৯৭৬), বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)।
৭. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।
৮. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন ?
উত্তর: চল্লিশ বছর বয়সে।
৯. সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
উত্তর: ১৯৭২সালের ২৪মে।
১০. নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
উত্তর: ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী ।
১১. ‘ সৈনিক কবি’ কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।
১২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
উত্তর: বাউণ্ডূলের আত্নকাহিনী ।
১৩. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
উত্তর: অগ্নিবীণা।
১৪. কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৯২২ সালে ।
১৫. কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’কাব্যের প্রথম কবিতা কোনটি ?
উত্তর: প্রলয়োল্লস।
১৬. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয় ?
উত্তর: রক্তাম্বর ধারিণী মা ।
১৭. কাজী নজরুল কত বছর বয়সে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
উত্তর: ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
১৮. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে?
উত্তর: ১৯৭২সালের ২৪মে।
১৯. কাজী নজরুল ইসলামকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
উত্তর: ১৯৭৪ সালে।
২০. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবে নজরুলকে ডি. লিট উপাধি দেয় ?
উত্তর: ১৯৬৯সালে।
২১. ভারত সরকার নজরুলকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
উত্তর: ১৯৬০ সালে।
২২. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে নজরুল ইসলামকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
উত্তর: ১৯৪৫সালে ।
২৩. কাজী নজরুল ইসলাম কত সালে ২১শে পদক পান ?
উত্তর: ১৯৭৬সালে।
২৪. কতসালে নজরুল স্বাধীনতা পুরস্কার পান ?
উত্তর: ১৯৭৭ সালে।
২৫. বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত হয়েছিল?
উত্তর: ৩য়।
২৬. ‘ বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তর: অগ্নিবীণা।
২৭. ‘ কান্ডারী হুসিয়ার ‘ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত ?
উত্তর: অগ্নিবিনা।
২৮. ‘ দারিদ্র্য’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
উত্তর: সিন্ধু হিন্দোল ।
২৯. ‘ সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৩০. কাজী নজরুল ইসলাম ‘ সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসগ করেছিলেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩১. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি ?
উত্তর: ধূমকেতু।
৩২. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন ?
উত্তর: আনন্দময়ীর আগমন ।
৩৩. কাজী নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তর: বাঁধনহারা (১৯২৭)।
৩৪. কাজী নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর: যুগবাণী (অক্টোবর ১৯২২)।
৩৫. কাজী নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
উত্তর: তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।
৩৬. নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তর: ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।
৩৭. নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
উত্তর: বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর ১৯২৪)।
৩৮. বাংলা কাব্যে সর্বপ্রথম কে প্রচুর পরিমাণে আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৩৯. কাজী নজরুল ইসলামের ‘ মৃত্যুক্ষুধা’ উপন্যাসের পটভুমি কি ?
উত্তর: নদীয়ার চাঁদ সড়কের জনজীবন ।
৪০. বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৪১. নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর: বাংলা একাডেমিতে।
৪২. ‘ চক্রবাক’ কার রচনা ?
উত্তর: নজরুলের রচনা।
৪৩. কাজী নজরুল ইসলামের ‘ বুলবুল’ কি ধরনে গ্রন্থ ?
উত্তর: গানের বই ।
৪৪. কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?
উত্তর: ২৩টি ।
৪৫. কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: নির্ঝর।
৪৬. কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
উত্তর: ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১) ।
৪৭. নজরুল ইসলামের ‘পদ্মখরো’ গল্পের নায়িকা কে ?
উত্তর: জোহরা।
৪৮. কাজী নজরুল ইসলামের ‘ সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর: লাঙ্গল পত্রিকায়।
৪৯. ‘ সর্বহারা’ কাব্যের লেখক কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৫০. কাজী নজরুল ইসলামের ‘ ছায়ানট’ কি ধরনের গ্রন্থ ?
উত্তর: কাব্যগ্রন্থ।
৫১. ‘ বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন ?
উত্তর: নজরুল ইসলাম।
৫২. কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ এর নাম লিখ?
উত্তর: কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই- ওমর খৈয়াম।
৫৩. চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
উত্তর: ১৯৯৬সালে।
৫৪. ‘ খেয়া পারের তরণী’ কবিতার কবি কে ?
উত্তর: নজরুল ইসলাম।
৫৫. কাজী নজরুল ইসলামকে কত সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় ?
উত্তর: ১৯৭৪ সালে ।
৫৬. ‘ বল বীর চির উন্নত মম শির’ – কার উক্তি ?
উত্তর: কাজী নজরুল ইসলামের।
৫৭. ‘ভোর হল দোর খোল খুকু মণি উঠো রে’ —- পঙক্তিটি কার লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।
৫৮. ‘বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে’ পঙক্তিটি কার লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।
৫৯. ‘ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান ।‘- উক্তিটি কার ?
উত্তর: কাজী নজরুলের।
৬০. ‘ রুদ্রমংল’কার লেখা ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।
৬১. ‘ দুর্গম গিরা কান্তার মরু দুস্তর পারাবার হে’গানটির রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলামের।
৬২. ‘ বিষের বাঁশি’কে রচনা করেন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৬৩. কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি?
উত্তর: ধ্রুব।
৬৪. ‘’বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর / অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’’কবিতাংশটি কোন কবির লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।
৬৫. ‘ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে’ত্রাসে কেঁপে তরণীর পাপী যত নিঃস্বে’ । কবিতাংশটি কোন কবির ?
উত্তর: নজরুলের।
৬৬. নজরুল প্রতিভা কার লেখা ?
উত্তর: কাজী আবদুল ওয়াদুদ।
৬৭. কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত করেন ?
উত্তর: ১৯২১সালের অক্টোম্বর মাসে।
৬৮. কাজী নজরুল ইসলাম কতবার ঢাকায় আসেনে ?
উত্তর: ১৩বার, প্রথমবারের মতো এসেছিলেন ১৯২৬ সালে।
৬৯. কাজী নজরুল ইসলাম কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?
উত্তর: ৫বার।
৭০. মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে কাজী নজরুল তাঁর ছেলের নাম কী রাখেন?
উত্তর: কৃষ্ণ-মোহাম্মদ।
৭১. ‘যাকে হাত দিয়ে মালা দিতে পার নি’- এই বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য করে রচনা করেছেন?
উত্তর: নার্গিসকে।
৭২. নার্গিসের বাড়ি কোথায়?
উত্তর: কুমিল্লা জেলার দৌলতপুরে।
৭৩. কাজী নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
৭৪. কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
উত্তর: সঞ্চিতা।
৭৫. কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উত্তর: শিউলীমালা।
৭৬. কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম লিখ?
উত্তর: ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ।
৭৭. নারী কবিতাটি কে লিখেছেন ?
উত্তর: নজরুলের লেখা।
৭৮. বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৭৯. কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর: ৪৯ নং।
৮০. কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?
উত্তর: বিদ্রোহী কবি।
৮১. রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
উত্তর: বসন্ত।
৮২. অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন ?
উত্তর: বারীন্দ্র কুমার ঘোষকে।
৮৩. বাঁধন হারা উপন্যাস নজরুল কাকে উৎসর্গ করেন ?
উত্তর: নলিনীকান্ত সরকারকে।
৮৪. কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয় ?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।
৮৫. প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
-
কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ সমূহ:
- দীওয়ান-ই-হাফিজ
- রুবাইয়াত-ই-হাফিজ
- রুবাইয়াত্-ই-ওমর খৈয়াম
কাজী নজরুল ইসলামের উপন্যাস সমূহ:
- কুহেলিকা(১৯৩১)
- বাঁধনহারা(১৯২৭)
- মৃত্যুক্ষুধা(১৯৩০)
- জীবনের জয়যাত্রা (১৯৩৯)
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সমূহ:
- অগ্নিবীণা(১৯২২)
- চক্রবাক(১৯২৯)
- চিত্তনামা
- জিঞ্জির
- ছায়ানট
- ছিঙেফুল
- দোলনচাঁপা(১৯২৩)
- ঝড়
- নতুন চাঁদ
- নির্ঝর
- পুবের হাওয়া
- প্রলয়শিখা
- ফণি-মনসা(১৯২৭)
- বিষের বাঁশি(১৯২৪)
- ভাঙার গান
- মরুভাস্কর(১৯৫১)
- সাম্যবাদী(১৯২৬)
- সিন্ধু-হিন্দোল(১৯২৭)
- শেষ সওগাত
- সন্ধ্যা
- সর্বহারা(১৯২৬)
কাজী নজরুল ইসলামের গল্প সমূহ:
- ব্যাথার দান(১৯২২)
- আখ্যান
- রিক্তের বেদন(১৯২৪)
- শিউলিমালা(ছোট গল্প)
- হক সাহেবের হাসির গল্প
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সমূহ:
- দুর্দিনের যাত্রী
- যুগবাণী
- রাজবন্দীর
- জবানবন্দি
- রুদ্রমঙ্গল
কাজী নজরুল ইসলামের নাটক সমূহ:
- ঝিলিমিলি
- মধুমালা
- ঝড়
- পিলে পটকা পুতুলের বিয়ে
- পুতুলের বিয়ে
- আলেয়া
Leave a Reply