অভিভাবন কি/ অভিভাবন কাকে বলে?

অভিভাবন কি/ অভিভাবন কাকে বলে?

অভিভাবন এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া।

অভিভাবন প্রক্রিয়ায় তথ্যাদি বা প্রস্তাব অপরের নিকট পৌঁছানো হয়। যেমন: শিশুরা সাধারণত যোগাযোগে অপরিপক্ব তারা সহজেই অন্যের দ্বারা অভিভাবিত হয়। তাই বলা যায় অভিভাবন একটি যোগাযোগ মাধ্যম। তাছাড়া সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link