• Past Continuous Tense কাকে বলে? Past Continuous Tense এর উদাহরণ?

    Past Continuous Tense কাকে বলে? Past Continuous Tense এর উদাহরণ?

    Past Continuous Tense কাকে বলে? অতীতে কোনো একটি কাজ চলছিল এরূপ বুঝালে Verb এর Past Continuous Tense হয়। অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল, কিন্তু শেষ হয়নি এরূপ বুঝালে তাকে Past Continuous Tense বলে। Past Continuous Tense চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি যুক্ত…

x