• সংযোজন শিল্প কাকে বলে বা সংযোজন শিল্প কি?

    সংযোজন শিল্প কাকে বলে বা সংযোজন শিল্প কি?

    যে শিল্প প্রক্রিয়ায় অন্য শিল্পের উৎপাদিত উপকরণ বা অংশবিশেষকে একত্রিত বা সংযুক্ত করে নতুন পণ্যসামগ্রী উৎপাদন করে তাকে সংযোজন শিল্প বলে। অর্থাৎ সংযোজন শিল্পে চূড়ান্ত পণ্যদ্রব্য তৈরি করতে অন্যান্য শিল্পের তৈরিকৃত বিভিন্ন উপকরণ বা অংশকে একত্রিত বা সংযুক্ত করে কাজে লাগানো হয়। সংযোজন শিল্পের উদহারণ: জাহাজ, বিমান, মটরগাড়ি, রেল ইঞ্জিন, কম্পিউটার ইত্যাদি।

x