• বিশ্লেষণ শিল্প কি বা বিশ্লেষণ শিল্প কাকে বলে?

    বিশ্লেষণ শিল্প কি বা বিশ্লেষণ শিল্প কাকে বলে?

    যে শিল্পে একই পদার্থ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি তাকেই বিশ্লেষণ শিল্প বলে। অর্থাৎ বিশ্লেষণ শিল্প প্রক্রিয়ায় একই পদার্থকে বিশ্লেষণ করে একাধিক পদার্থ বা পণ্যদ্রব্য তৈরি করে। যেমন: খনিজ কয়লা হতে কোক কয়লা, তারপর ন্যাপথিল ও আলকাতরা ইত্যাদি প্রস্তুত করা।

x