• বান্দরবান জেলা কিসের জন্য বিখ্যাত?

    বান্দরবান জেলা কিসের জন্য বিখ্যাত?

    বান্দরবান জেলা হিল জুস ও তামাক এর জন্য বিখ্যাত। বান্দরবান জেলার ১০টি বিখ্যাত স্থান: নীলগিরি মেঘলা পর্যটন কেন্দ্র শৈলপ্রপাত নীলাচল পর্যটন কমপ্লেক্স বগালেক প্রান্তিক লেক চিম্বুক কেওক্রাডং স্বর্ণমন্দির ঋজুক জলপ্রপাত বাংলাদেশের সবচেয়ে কম সংখ্যক জনবসতিপূর্ণ জেলা হলো বান্দরবান। বান্দরবান জেলার মোট আয়তন প্রায় ৪৪৭৯.০৩ বর্গ কিমি। সাতটি(৭) উপজেলা, সাতটি(৭) থানা নিয়ে গঠিত বান্দরবান জেলাটি।

x