• দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে? দ্বিত্ব ব্যঞ্জন এর উদাহরণ দাও?

    দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে? দ্বিত্ব ব্যঞ্জন এর উদাহরণ দাও?

    একই ব্যঞ্জন পরপর দুবার উচ্চারিত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। অর্থাৎ কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের মধ্যে দ্বিত্ব ব্যঞ্জন হয়ে থাকে বা একই ব্যঞ্জন দুইবার উচ্চারিত হয় তখন তাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা বলা হয়। দ্বিত্ব ব্যঞ্জন এর উদাহরণ: পাকা > পাক্কা(ক + ক), উচ্চ(চ+চ), সকাল > সক্কাল(ক +ক), বিপন্ন(ন+ন), সম্মান(ম্ +ম) ইত্যাদি।

x