• দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত?

    দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত?

    দিনাজপুর জেলা চিড়া, পাপড়, লিচু এবং কাটারিভোগ চাল এর জন্য বিখ্যাত। তাছাড়াও দিনাজপুর জেলার কিছু বিখ্যাত স্থান: স্বপ্নপুরী দিনাজপুর রাজবাড়ি রামসাগর কান্তজিউর মন্দির কয়লাখনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সীতাকোট বিহার ঘোডাঘাট দুর্গ সিংড়া ফরেস্ট নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলাটি রংপুর বিভাগের অবস্থিত একটি বৃহত্তম জেলা। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এ জেলাটি অবস্থিত। ১৩টি উপজেলা ও…

x