• গৈরিশ ছন্দের প্রবর্তন করেন কে?

    গৈরিশ ছন্দের প্রবর্তন করেন কে?

    গৈরিশ ছন্দের প্রবর্তন করেন গিরিশচন্দ্রর ঘোষ। মধুসূদনের চৌদ্দ মাত্রার অমিত্রাক্ষর ছন্দকে ভেঙ্গে তিনি অভিনয়ের উপযোগী ছোট ছোট ছত্রে বিন্যস্ত করেন। তাঁর নামানুসারে এ ছন্দের নাম হয় ‘গৈরিশ ছন্দ’। গিরিশচন্দ্রর ঘোষ ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে তাঁর জন্ম। তিনি একজন বিশিষ্ট বাঙালি সংগীতস্রষ্টা, কবি, নাট্যকার, মঞ্চাভিনেতা ,ঔপন্যাসিক, নাট্যপরিচালক। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তারই অবদান ছিল।…

x