• অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি? নিবন্ধন করা কি বাধ্যতামূলক?

    অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি? নিবন্ধন করা কি বাধ্যতামূলক?

    সরকার কর্তৃক নিবন্ধন অফিসে অংশীদারি প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করাকেই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলা হয়। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। তবে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় থেকে বেশি সুবিধা ভোগ করে।  ১৯৩২ সালের অংশীদারি আইনের ৫৮ এবং ৫৯ ধারাং অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে। আর অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে অংশীদারদের চুক্তিপত্রের নিবন্ধনকেই বুঝায়।…

x