Pronoun কাকে বলে? Pronoun(সর্বনাম) কত প্রকার ও কি কি?

Pronoun কাকে বলে? Pronoun(সর্বনাম) কত প্রকার ও কি কি?

Pronoun কাকে বলে?

যেসব Word Noun বা Noun phrase এর পরিবর্তে বসে, Noun এর মতো কাজ করে তাদেরকে Pronoun বলা হয়। Pronoun মূলত ব্যবহার করা হয় Noun পুনরাবৃত্তি দূর করার জন্য।

যেমন:

  1. Look at Rahim. He is a good boy.
  2. Mina loves to study. She is good at skating.

উপরের দুইটি Sentence দেওয়া হয়েছে এবং প্রথম Sentence টিতে Rahim পুনরায় ব্যবহার না করে ২য় লাইনে Pronoun ‘He’ ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি দ্বীতৃয় Sentence টিতে Mina পুনরায় ব্যবহার না করে Pronoun ‘She’ ব্যবহার করা হয়েছে।

অর্থাৎ দুইটি Sentence এ Noun এর বারবার ব্যবহার দূর করে বাক্য দুটিকে শ্রুতিমধুর করেছে।

Classification of Pronoun:

Pronoun ৮ প্রকার:

  1. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)
  2. Demonstrative Pronoun (ইশারা বা ইঙ্গিতবাচক সর্বনাম)
  3. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম)
  4. Relative Pronoun (সম্পর্কবাচক সর্বনাম)
  5. Indefinite Pronoun (অনির্দিষ্টমূলক সর্বনাম)
  6. Distributive Pronoun (বন্টনমূলক সর্বনাম)
  7. Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম)
  8. Reciprocal Pronoun (পরস্পর সম্পর্কমূলক সর্বনাম)

১. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম):

যে Pronoun কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তাকে Personal Pronoun বলে। 

যেমন: 

  • He is a student.
  • You are a teacher.
  • I am a pilot.

উপরের তিনটি Sentence এ যথাক্রমে He, You, I সবগুলোই Personal Pronoun. 

Personal Pronoun তিন প্রকার:

  1. First Person
  2. Second Person
  3. Third Person

১. First Person: যে কথা বলে সে First Person বা উত্তম পুরুষ। যেমন: I, we, me, my, our, us ইত্যাদি।

২. Second Person: যার সাথে বা যাকে উদ্দেশ্য করে কথা বলে, তাকে বলা হয় Second Person। যেমন: Thou, Thy, Thee, You, Your ইত্যাদি।

৩. Third Person: যাকে নিয়ে কথা বলে বা যার সম্বন্ধে কথা বলে, তাকে বলা হয় Third Person। যেমন: He, She, It, it’s, They, Them, Their, Her, him ইত্যাদি।



2. Demonstrative Pronoun (ইশারা বা ইঙ্গিতবাচক সর্বনাম):

যে Pronoun কোনো Noun এর পরিবর্তে বসে সেই Noun কে বিশেষভাবে নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে থাকে।

যেমন: 

  • This is a car.
  • Those are cows.
  • That is an animal.

উপরের তিনটি Sentence এ যথাক্রমে This, Those, That তিনটিই Demonstrative Pronoun. This, These, That, Those etc হলো Demonstrative Pronoun.

৩. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম):

যেসব Pronoun প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে Interrogative Pronoun বলে। Interrogative Pronoun গুলি সাধারণত বাক্যের প্রথমে বসে।

যেমন: 

  • Who is that?
  • What did they buy?
  • Whose phone is that?
  • Which books are yours?
  • Whom did you speak to?
  • What do you want for dinner?

উপরের Sentence গুলিতে যথাক্রমে Who, What, Whose, Which, Whom, What এ সবগুলি হলো Interrogative Pronoun. Interrogative Pronoun গুলি হলো Who, Whom, Whose, What, Which, When, etc.



৩. Relative Pronoun (সম্পর্কবাচক সর্বনাম):

যে Pronoun গুলি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে অর্থাৎ দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে তাদের ব্যবহার করা হয়, তাদেরকেই Relative Pronoun বলা হয়। Relative Pronoun গুলি হলো: As, That, Who, Whom, Whoever, Which, Whichever, What, Whatever etc.

যেমন:

  • I know the girl who came here.
  • Do you know where he lives?
  • This is the book that I lost yesterday.
  • Tell me the reason why you left the job.

উপরের Sentence গুলিতে যথাক্রমে who, where, that, why এ সবগুলি হলো Relative Pronoun. 

5. Indefinite Pronoun (অনির্দিষ্টমূলক সর্বনাম):

যে Pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে Indefinite Pronoun বলে। Indefinite Pronoun গুলি হলো: All, Any, One, Anyone, Anybody, Anything, Everyone, Each, Another, Both, Few, Many, No one, None, Nobody, Nothing, Other, Some, Someone, Somebody, Something, Everybody, Everyone, Everything, Such, etc.

যেমন:

  • Nobody came.
  • Everybody loves Sally.
  • All were late to the party.
  • Somebody ate my sandwich.
  • One cannot please everybody.
  • Some of the girls have passed in the examination.

6. Distributive Pronoun (বন্টনমূলক সর্বনাম):

যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, তাকে Distributive Pronoun বলে। Distributive Pronoun গুলি হলো: Each, Either, Neither, None etc.

যেমন:

  • Each of the players got a prize.
  • I may buy either of these two gifts.
  • Neither of the newspapers is in English.
  • None of my five friends came to my birthday.




৭. Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম):

Self এবং Selves যুক্ত শব্দ গুলি Reflexive Pronoun হয়। এগুলি Personal Pronoun এর সাথে যুক্ত হয়ে কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বুঝায়। Reflexive Pronoun গুলি হলো: Myself, Ourselves, Himself, Herself, Themselves, Yourself, Yourselves, Itself, etc.

যেমন:

  • I did it myself.
  • That car is in a class all by itself.
  • They made the house themselves.
  • He was feeling very sorry for himself.
  • Meena pours a cup of tea for herself every morning.

৮. Reciprocal Pronoun (পরস্পর সম্পর্কমূলক সর্বনাম):

যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়, তাদেরকে Reciprocal Pronoun বলে। Reciprocal Pronoun গুলি হলো: Each other, One another etc.

যেমন:

  • Savina and Tanvir gave each other gold rings on their wedding day.
  • The gangsters were fighting one another.




Subjective Pronoun:

যে pronoun বাক্যে subject হিসেবে বসে সেগুলোকে Subjective Pronoun বলে। যেমন: I, we, it, they, he, she.

উদাহরণ:

  • I go to school.
  • He is a doctor.
  • we are so happy.
  • She is a beautiful girl.

Objective Pronoun:

যে Pronoun বাক্যে Object হিসেবে বসে, তাদেরকে Objective Pronoun বলে। যেমন: me, her, him, it, us, them.

উদাহরণ:

  • Don’t look at me.
  • Pray for us.
  • This book is her.
  • Please, give the money to him.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link