LGED এর পূর্ণরূপ কি

LGED এর পূর্ণরূপ কি? LGED এর কাজ কি?

LGED এর পূর্ণরূপ হলো: Local Government Engineering Department / স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা LGED হলো বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা। এলজিইডি যা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলিকে স্থানীয় পর্যায়ের অবকাঠামোর পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে এবং এছাড়াও উপজেলা পর্যায়ে পাকা সড়ক এবং বিভিন্ন অবকাঠামোগত পরিকল্পনা বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে।

এলজিইডি সারা দেশে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখছে। এসব প্রকল্প সমূহ বাস্তাবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার জন্য দেশের নিম্ন আয়ের মানুষের জন্য সল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

এলজিইডি স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিভিন্ন মন্ত্রণালসমূহে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করে থাকে।

নিম্নের ছবিটির মাধ্যমে এলজিইডি এর ইতিহাস জেনে নিন:

LGED এর পূর্ণরূপ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

এলজিইডি এর কর্ম পরিধি হলো:

  1. পল্লি, নগর ও ক্ষুদ্রাকার পানিসম্পদ অবকাঠামো উন্নয়ন।
  2. পল্লি, নগর ও ক্ষুদ্রাকার পানিসম্পদ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ।
  3. পৌরসভা ও সিটি কর্পোরেশনে কারিগরী সহায়তা প্রদান।
  4. জেলা পরিষদে কারিগরী সহায়তা প্রদান।
  5. উপজেলা ও ইউনিয়ন পরিষদে কারিগরী সহায়তা প্রদান।
  6. বিভিন্ন মন্ত্রণালয়ে কারিগরি সহায়তা প্রদান।
  7. উন্নয়ন পরিকল্পনার জন্য ম্যাপ, তথ্য ভান্ডার, কারিগরী বিনির্দেশ ও ম্যানুয়াল প্রণয়ন।
  8. এলজিইডি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের প্রশিক্ষণ।

আরো জানুন: ged.gov.bd

আরো পড়ুন: 

RMG বলতে কি বুঝায় এবং RMG এর সম্পূর্ণরুপ কি ব্যাখ্যা কর?

OECD মানে কি এবং OECD বলতে কি বুঝায় জানতে চাই?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link