EDSAC কম্পিউটার কে আবিষ্কার করেন

EDSAC কম্পিউটার কে আবিষ্কার করেন?

প্রশ্ন: EDSAC কম্পিউটার কে আবিষ্কার করেন?

ক) অধ্যাপক হরম্যান হলেরিথ
খ) অধ্যাপক মরিস উইলকিস
গ) অধ্যাপক মরিস বিলকিস
ঘ) অধ্যাপক মরিস বুখাইল

উত্তর: খ) অধ্যাপক মরিস উইলকিস

EDSAC এর পূর্ণরূপ হলো: Electronic Delay Storage Automatic Calculator. EDSAC একটি প্রাথমিক ব্রিটিশ কম্পিউটার যা ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছিল। 

কম্পিউটার বিষয়ক আরো প্রশ্ন ও উত্তর দেখে নিন:

প্রশ্ন: হার্ড ডিস্ক কি ধরনের ডিভাইস?
উত্তর: স্টোরেজ ডিভাইস।

প্রশ্ন: ডট মেট্রিক্স প্রিন্টার কি ধরনের ডিভাইস?
উত্তর: আউটপুট ডিভাইস।

প্রশ্ন: বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৬৪ সালে।

প্রশ্ন: স্ক্যানার কি ধরনের ডিভাইস?
উত্তর: ইনপুট ডিভাইস।

প্রশ্ন: পেন ড্রাইভ এরে কাজ কি?
উত্তর: তথ্য স্টোর করে রাখা।

প্রশ্ন: কী-বোর্ডের কী ফাংশন কয়টি?
উত্তর: ১২টি।

প্রশ্ন: মাউস একটি কি ধরনের ডিভাইস?
উত্তর: ইনপুট ডিভাইস।

প্রশ্ন: মেমোরি প্রধানত কয় প্রকার?
উত্তর: ২ প্রকার।

আরো পড়ুন:

Wi-Fi কিভাবে কাজ করে জানতে চাই?

কম্পিউটারের কোর কি?

GSM এবং CDMA মানে কি?

Modem বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link