BMET এর পূর্ণরূপ কি BMET কত সালে প্রতিষ্ঠিত হয়

BMET এর পূর্ণরূপ কি? BMET কত সালে প্রতিষ্ঠিত হয়?

BMET এর পূর্ণরূপ হলো: Bureau of Manpower, Employment and Training (BMET) 

Bureau of Manpower, Employment and Training যা বাংলায় “জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো”। বাংলাদেশ সরকার দেশের জনশক্তির প্রয়োজন মেটানোর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তৎকালীন জনশক্তি উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি সংযুক্ত বিভাগ হিসাবে ১৯৭৬ সালে বিএমইটি প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত বৈদেশিক কর্মসংস্থানে অভিবাসী কর্মী নিয়োগ ও প্রেরণের লক্ষ্যে বিএমইটি প্রতিষ্ঠিত হয়। 

বর্তমানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কাজ হচ্ছে বিদেশে অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানের নিয়োগের প্রক্রিয়া তত্বাবধান করা, বিদেশে অবস্থানরত কর্মীদের অধিকার সংরক্ষণ করা এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তাছাড়া, দেশের জনশক্তিকে যথাযথ কাজে লাগানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে কাজ করা। সূত্র: http://bmet.portal.gov.bd/

বিএমইটি এর ভিশন ও মিশন সমূহ: 

  • বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
  • কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কারিগরি পশিক্ষণ প্রদান।
  • অভিবাসী কর্মীদের অধিকতর কল্যাণ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ।

বিএমইটি এর পরিচালিত কার্যক্রমসমূহ নিচের ছবিতে দেখুন: 

বিএমইটি এর পরিচালিত কার্যক্রমসমূহ
সূত্র: http://www.bmet.gov.bd/

আরো পড়ুন:

NFC এর সম্পূর্ণরূপ কি?

STP এর সম্পূর্ণরূপ কি?

AMOLED এর সম্পূর্ণরূপ কি?

HDMI এর সম্পূর্ণরূপ কি?

Comments

One response to “BMET এর পূর্ণরূপ কি? BMET কত সালে প্রতিষ্ঠিত হয়?”

  1. Subrata mohonta Avatar
    Subrata mohonta

    Good.thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link