ব্যবসায়ের মৌলিক ধারণা কুইজ প্রশ্ন ও উত্তর/MCQ

ব্যবসায়ের মৌলিক ধারণা কুইজ প্রশ্ন ও উত্তর/MCQ

ব্যবসায়ের মৌলিক ধারণা সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর নিয়ে এই আর্টিকেলটি লিখা হয়েছে। ব্যবসায়ের প্রাথমিক ধারনার সম্পর্কিত সকল MCQ ও কুইজ প্রশ্ন পড়ে নিন।

ব্যবসায়ের মৌলিক ধারণা কুইজ প্রশ্ন ও উত্তর/এমসিকিউ প্রশ্ন ও উত্তর একনজরে জেনে নিন:

1. ব্যবসায়ের মুখ্য কাজ কি?
A) মুনাফা অর্জন
B) গ্রাহক সেবা
C) উৎপাদন
D) ক্রয়

উত্তর: C) ব্যবসায়ের মুখ্য কাজ হলো উৎপাদন

2. উৎপাদনের বাহন কোনটি?
A) বাণিজ্য
B) শিল্প
C) অর্থ
D) শ্রমিক-কর্মী

উত্তর: B) উৎপাদনের বাহন হলো শিল্প।

3. ক্রয়-বিক্রয় কার্যকে কি বলে?
A) শিল্প
B) বন্টন
C) ব্যবসায়
D) ট্রেড

উত্তর: D) ক্রয়-বিক্রয় কার্যকে ট্রেড বলা হয়।

4. ব্যবসায়ের প্রাথমিক কাজ কি?
A) উৎপাদন
B) বন্টন
C) সেবা প্রদান
D) পণ্য সরবরাহ

উত্তর: A) ব্যবসায়ের প্রাথমিক কাজ হলো উৎপাদন।

5. ট্রেড(ক্রয়-বিক্রয়) কোন ধরনের বাধা দূর করে?
A) স্বত্বগত
B) প্রচারগত
C) অর্থগত
D) রুপগত

উত্তর: A) ট্রেড স্বত্বগত বাধা দূর করে।

6. পণ্য বন্টনে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে?
A) স্বত্বগত
B) প্রচারগত
C) অর্থগত
D) রূপগত

উত্তর: C) পণ্য বন্টনে ব্যাংক অর্থগত বাধা দূর করে।

7. পণ্য বন্টনে স্থানগত বাধা দূর হয় কিসের মাধ্যমে?
A) পরিবহন
B) গুদামজাতকরণ
C) পন্য বিনিময়
D) বিজ্ঞান

উত্তর: A) পণ্য বন্টনে স্থানগত বাধা দূর হয় পরিবহনের মাধ্যমে

8. বাজারজাতকরণ প্রসার কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?
A) কালগত
B) স্থানগত
C) জ্ঞানগত
D) স্বত্বগত

উত্তর: C) বাজারজাতকরণ প্রসার জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে।

9. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করার কারণ কি?
A) এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা
B) যথাসময়ে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছানো
C) পণ্যকে বিনষ্ট হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করা
D) এক স্থানের পণ্য অন্য স্থানে সময়মতো প্রেরণের ব্যবস্থা

উত্তর: A) পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করার কারণ হলো এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা।

10. সমুদ্র হতে ঝিনুক সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
A) প্রক্রিয়াজাতকরণ
B) প্রজনন
C) কৃষি
D) নিষ্কাশন

উত্তর: D) সমুদ্র হতে ঝিনুক সংগ্রহ নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত।

11. নার্সারি ও হ্যাচারি নিচের কোন ধরনের শিল্পের মধ্যে পড়ে?
A) প্রজনন
B) সংযোজন
C) প্রক্রিয়াজাত
D) নির্মাণ

উত্তর: A) নার্সারি ও হ্যাচারি প্রজনন শিল্পের মধ্যে পড়ে।

12. মাছ চাষ কোন ধরনের শিল্পের অন্তর্গত?
A) উৎপাদন
B) উত্তোলন
C) প্রজনন
D) সংযোজন

উত্তর: C) মাছ চাষ প্রজনন শিল্পের অন্তর্গত।

13. নিচের কোনটিকে ব্যবসায় বলা যায়?
A) শ্রমিকের নিজস্ব পণ্য বহন
B) চাষির নিজস্ব খাদ্য উৎপাদন
C) পরিবহনের মাধ্যমে যাত্রী বহন
D) মানসিক প্রশান্তির জন্য গান-বাজনা করা

উত্তর: C) পরিবহনের মাধ্যমে যাত্রী বহন করা এটি একটি ব্যবসায়ের মধ্যে পড়ে।

14. বিজ্ঞাপনের মাধ্যমে কিভাবে পণ্যের বাজার সৃষ্টি করা হয়?
A) গুণগত তথ্য প্রদান করে
B) পণ্যের প্রাপ্তি বিষয়ে অবগত করে
C) পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করে
D) পণ্যের উৎপাদন ব্যবস্থা সম্পর্কে অবগত করে

উত্তর: C) বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করার মাদ্যমে পণ্যের বাজার সৃষ্টি করা হয়।

15. কোন ধরনের কাজ বস্তুর রূপগত উপযোগ সৃষ্টি করে?
A) উৎপাদন
B) পরিবহন
C) বন্টন
D) গুদামজাতকরণ

উত্তর: A) উৎপাদনের মাধ্যমে বস্তুর রূপগত উপযোগ সৃষ্টি হয়।

16. শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
A) স্থানগত
B) স্বত্বগত
C) রূপগত
D) অর্থগত

উত্তর: C) শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে।

17. একটি দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার নিচের কোনটি?
A) দক্ষ শ্রমিক
B) কর্মসংস্থান
C) কৃষি
D) ব্যবসায়

উত্তর: D) একটি দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হলো ব্যবসায়।

18. সামাজিক ব্যবসায়ের নীতিমালা প্রতিষ্ঠিত করেছেন কে?
A) ড. মোঃ আলী
B) ড. মুহাম্মদ ইউনূস
C) ড. আমর্ত্য সেন
D) ড. মুকুন্দারাম

উত্তর: B) সামাজিক ব্যবসায়ের নীতিমালা প্রতিষ্ঠিত করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

19. পণ্য কেন প্যাকিং করা হয়?
A) পরিবহন সুবিধার জন্য
B) বিক্রয়ের সুবিধার জন্য
C) চাহিদা বৃদ্ধির জন্য
D) গুদামজাতকরণের জন্য

উত্তর: B) পণ্য প্যাকিং করা হয় বিক্রয়ের সুবিধার জন্য।

20. গুদামজাতকরণ বাণিজ্যের কোন ধরণের প্রতিবন্ধকতা দূর করে?
A) ঝুঁকিগত
B) স্থানগত
C) কাল ও সময়গত
D) অর্থগত

উত্তর: C) গুদামজাতকরণ বাণিজ্যের কাল ও সময়গত প্রতিবন্ধকতা দূর করে।

21. বণিজ্যের ঝুঁকিগত উপযোগ দূর করা যায় কিসের মাধ্যমে?
A) পরিবহন
B) গুদামজাতকরণ
C) ব্যাংক
D) বিমা

উত্তর: D) বাণিজ্যের ঝুঁকিগত উপযোগ দূর করে বিমা গ্রহণের মাধ্যমে।

22. প্রকৃতি প্রদত্ত উপাদান থেকে কিভাবে পণ্যদ্রব্য উৎপাদন করা হয়?
A) স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে
B) সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে
C) অর্থগত উপযোগ সৃষ্টির মাধ্যমে
D) রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে

উত্তর: D) প্রকৃতি প্রদত্ত উপাদান রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন করা হয়।

23. নিচের কোনটি যৌগিক শিল্পের উদাহরণ?
A) পেট্রোল
B) লৌহ আকরিক
C) ইস্পাত প্রস্তুত
D) চা তৈরি

উত্তর: B) লৌহ আকরিক যৌগিক শিল্পের উদাহরণ।

24. নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত বিষয়?
A) তুলা চাষ
B) পাট শিল্প
C) রাস্তা নির্মাণ
D) সাবান শিল্প

উত্তর: A) প্রাথমিক শিল্পের উদাহরণ হলো তুলা শিল্প।

25. পাওয়ার লুম কোন দেশে আবিষ্কৃত হয়?
A) ব্রাজিল
B) আমেরিকা
C) ইংল্যান্ড
D) ইতালি

উত্তর: C) পাওয়ার লুম আবিষ্কৃত হয় ইংল্যান্ডে।

26. সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লব দেখা দেয়?
A) ইতালিতে
B) যুক্তরাষ্ট্রে
C) জার্মানিতে
D) ইংল্যান্ডে

উত্তর: D) সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা দেয় ইংল্যান্ডে।

27. বিমা ব্যবস্থার প্রচলন ঘটে কখন?
A) প্রাচীন যুগে
B) মধ্যযুগে
C) শিল্প বিপ্লব যুগে
D) আধুনিক যুগে

উত্তর: D) বিমা ব্যবস্থার প্রচলন ঘটে আধুনিক যুগে।

28. নিচের কোনটি ব্যবস্যায়ের বৈশিষ্ট্য?
A) ঝুঁকি ও অনিশ্চয়তা
B) ক্রয়-বিক্রয়
C) উৎপাদন ও বন্টন
D) প্রমিতকরণ ও পর্যায়িতকরণ

উত্তর: A) ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায়ের বৈশিষ্ট্য।

29. মুনাফা লাভের উদ্দেশ্যে সকল বৈধ কাজকে কি বলে?
A) শিল্প
B) বাণিজ্য
C) ব্যবসায়
D) ট্রেড

উত্তর: C) মুনাফা লাভের উদ্দেশ্যে সকল বৈধ কাজকে ব্যবসায় বলা হয়।

30. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি?
A) মুনাফা অর্জন
B) সম্পত্তি অর্জন
C) মানব সেবা
D) গ্রাহক সন্তুিষ্টি

উত্তর: A) ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।

31. নিচের কোনটি প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য?
A) এটি ক্রয়-বিক্রয় সংশ্লিষ্ট কাজ
B) এর মালিকানা হস্তান্তরযোগ্য
C) এটি কাজ বা সুবিধা
D) জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে

উত্তর: C) এটি কাজ বা সুবিধা হলো প্রত্যক্ষ সেবার একটি বৈশিষ্ট্য।

32. নিচের কোনটি শিল্পের বৈশিষ্ট?
A) বন্টনকারী শাখা
B) বিকেন্দ্রীভূত কাজ
C) মজুদযোগ্য নয়
D) রূপগত উপযোগ সৃষ্টি

উত্তর: D) রূপগত উপযোগ সৃষ্টি শিল্পের একটি বৈশিষ্ট্য।

33. নিচের কোনটি বাণিজ্যের বৈশিষ্ট্য?
A) স্থায়ী মূলধনের আধিক্য
B) অস্পর্শণীয় প্রকৃতি
C) উৎপাদনকারী শাখা
D) ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি

উত্তর: D) বাণিজ্যের একটি বৈশিষ্ট্য হলো, ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি করা।

34. নিচের কোনটি ট্রেড(ক্রয়-বিক্রয়) সহায়ক কার্য?
A) গুদামজাতকরণ
B) উৎপাদন
C) খুচরা ব্যবসায়
D) পুনঃরপ্তানি

উত্তর: A) গুদামজাতকরণ ট্রেড সহায়কের একটি কাজ।

35. ব্যবসায়ের দুটি প্রধান কাজ কি?
A) উৎপাদন ও বন্টন
B) অর্থসংস্থান ও বিনিয়োগ
C) মূলধন গঠন ও বিনিময়
D) ক্রয়-কিক্রয়

উত্তর: A) ব্যবসায়ের প্রধান দুটি কাজ হলো উৎপাদন ও বন্টন।

36. নিচের কোনটি ব্যবসায়ের কাজ বহির্ভূত?
A) পরিবহন
B) ব্যাংকিং
C) অর্থ বন্টন
D) অর্থ সংস্থান

উত্তর: C) অর্থ বন্টন হলো ব্যবসায়ের কাজ বহির্ভূত।

37. নিচের কোনটি শিল্পের প্রকারভেদ বহির্ভূত?
A) প্রজনন
B) বিজ্ঞাপন
C) নির্মাণ
D) নিষ্কাশণ

উত্তর: B) শিল্পের প্রকারভেদ বহির্ভূত হলো বিজ্ঞাপন।

38. নিচের কোনটি বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান?
A) ডেইরি ফার্ম
B) অডিট ফার্ম
C) পরামর্শক ফার্ম
D) বিজ্ঞাপনী ফার্ম

উত্তর: D) বিজ্ঞাপনী ফার্ম হলো বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

39. নিম্নের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠান বহির্ভূত?
A) ক্লিনিক ব্যবসায়
B) খাবারের দোকান
C) দাতব্য প্রতিষ্ঠান
D) ঔষধের দোকান

উত্তর: C) দাতব্য প্রতিষ্ঠান কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নয়।

40. নদী থেকে বালু উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
A) উৎপাদন
B) নিষ্কাশন
C) নির্মাণ
D) সেবা পরিবেশক

উত্তর: B) নদী থেকে বালু উত্তোলন হলো নিষ্কাশন শিল্পের অন্তর্গত।

41. ‘কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’ ব্যবসায়ের কি?
A) উদ্দেশ্য
B) সুবধা
C) বৈশিষ্ট্য
D) গুরুত্ব

উত্তর: D) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলো ব্যবসায়ের গুরুত্ব।

42. ব্যবসায় কি?
A) অভিজ্ঞ লোকদের কাজ
B) সর্বশ্রেণির মানুষেই তা করতে পারে
C) বিত্তবান ও অভিজ্ঞ লোকদের কাজ
D) বিত্তবানদের কাজ

উত্তর: B) ব্যবসায় হলো এমন একটি পেশা যা সর্বশ্রেণির মানুষেই করতে পারে।

43. ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিচের কোনটি?
A) এটি অর্থনৈতিক কর্মকান্ড
B) এটিতে অর্থের লেনদেন ঘটে
C) একে আইনগতভাবে বৈধ হতে হয়
D) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়

উত্তর: D) ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়।

44. ব্যবসায় কোন কাজের সমষ্টি?
A) উৎপাদন ও বন্টন কাজের
B) পণ্য বিনিময় সহায়ক কাজের
C) পণ্য বিনিময় ও বন্টন কাজের
D) উৎপাদন, বন্টন ও এর সহায়ক কাজের

উত্তর: D) ব্যবসায় হলো উৎপাদন, বন্টন ও এর সহায়ক কাজের সমষ্টি।

45. শিল্পের সাথে বাণিজ্যের কোন বৈশিষ্ট্যে অমিল রয়েছে?
A) এতে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
B) এটি স্বাধীন পেশা বা বৃত্তি
C) এটি রূপগত উপযোগ সৃষ্টি করে
D) এটি সম্পদ বা উদ্বৃত্ত সৃষ্টি করে

উত্তর: C) শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে যা বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

46. কোন কাজে মুনাফা লাভ বিলম্বে ঘটে?
A) শিল্পে
B) বাণিজ্যে
C) ব্যবসায়
D) প্রত্যক্ষ সেবায়

উত্তর: A) শিল্পে মুনাফা লাভ করতে বিলম্ব ঘটে।

47. প্রমিতকরণ পণ্যের কি?
A) পণ্য বিভাজন
B) পণ্য নির্ধারণ
C) মান নির্ধারণ
D) পণ্য নির্দিষ্টকরণ

উত্তর: C) প্রমিতকরণ হলো পণ্যের মান নির্ধারণ।

48. ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে পড়ে কোনটি?
A) পরিবহন ও গুদামজাতকরণ
B) পাইকারি ব্যবসায় ও পরিবহন
C) খুচরা ব্যবসায় ও গুদামজাতকরণ
D) পাইকারি ব্যবসায় ও রপ্তানি ব্যবসায়

উত্তর: D) ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে পড়ে, পাইকারি ব্যবসায় ও রপ্তানি ব্যবসায়।

49. প্রত্যক্ষ সেবা বলতে নিচের কোনটি বোঝায়?
A) মানুষ উপকৃত হয় এমন অদৃশ্যমান কাজ
B) বিনিময়যোগ্য উপযোগ সৃষ্টিকারী সুবিধা বা তৃপ্তি
C) শিক্ষা সেবা ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান
D) বিক্রয় ও হস্তান্তযোগ্য কোনো উপকরণ বা সুবিধা

উত্তর: B) প্রত্যক্ষ সেবা হলো বিনিময়যোগ্য উপযোগ সৃষ্টিকারী সুবিধা বা তৃপ্তি।

50. সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য নিচের কোনটি?
A) দারিদ্র্য দূরীকরণ
B) মানব সম্পদ উন্নয়ন
C) সাহায্য বন্টন
D) মুনাফা সর্বাধিকরণ

উত্তর: A) সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য হলো দারিদ্র্য দূরীকরণ।

Comments

One response to “ব্যবসায়ের মৌলিক ধারণা কুইজ প্রশ্ন ও উত্তর/MCQ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link