গ্লোবাল ভিলেজ (Global Village) বা বিশ্বগ্রাম বলতে কি বুঝায়?

গ্লোবাল ভিলেজ (Global Village) বা বিশ্বগ্রাম বলতে কি বুঝায়?

গ্লোবাল ভিলেজ (Global Village) বা বিশ্বগ্রাম বলতে এমন একটি আধুনিক বিশ্বকে বুঝায় যেখানে ইন্টারনেট ও টেলিযোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে পেরেছি। শুধু আমরা আমাদের সম্পর্ককে ঘনিষ্ঠ করি নাই তার সাথে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পরস্পর পরস্পরের সাথে নির্ভরশীল হয়েছি।

গ্লোবাল ভিলেজ এর কল্যাণে এখন আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে থেকেও আমাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারছি প্রতিটা মুহূর্তের মধ্যে। 

সহজ কথায়, আমরা আমাদের গ্রামে বসবাস করলে যেমন গ্রামের প্রত্যেকটা মানুষের  খোঁজ-খবর খুব সহজেই নিতে পারি ঠিক তেমনি গ্লোবাল ভিলেজ আমাদের বিশ্বকে এমন একটা গ্রামে পরিণত করেছে যে, এখন আমরা পৃতিবীর যেকোনো কোণায় থেকেও আমরা আমদের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান এবং সহজেই ব্যবসায়ের প্রয়োজনীয় কাজ করতে পারছি।



গ্লোবাল ভিলেজ (Global Village) বা বিশ্বগ্রাম এর সুবিধাঃ
  1. আমরা এখন খুব সহজেই আমাদের পণ্য বা পরিষেবাদিগুলোকে আরও দক্ষতার সাথে পরিচালনা করতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় উপাদান সংস্থান করতে পারছি।
  2. যে কোনও ধরণের তথ্যের তাৎক্ষনিক অ্যাক্সেস, বিশ্বের অন্যান্য ব্যক্তিদের সাথে সম্পর্ক এবং বিনোদন সবই ইন্টারনেট সরবরাহ করে যার গ্লোবাল ভিলেজ তৈরিতে বড় অবদান।
  3. যারা বিশ্বব্যপী বা বৈশ্বিক বাণিজ্য করতে আগ্রহী তাদের জন্য গ্লোবাল ভিলেজ আর্শীবাদ স্বরুপ।
  4. বিশ্বজুড়ে আরও ভাল যোগাযোগ ব্যবস্থার সুযোগ গ্লোবাল ভিলেজের এক বড় অবদান।
  5. যেকোনো পণ্য/পরিষেবা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক শক্তির কারণে বাজারে অনেক কম দামে আনা সম্ভব হচ্ছে।
  6. Global Village এর কল্যণে বিশ্ব এখন হাতের মুঠোয় চলে আসছে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতাও বেড়েছে যার ফলে আমরা এখন সবচেয়ে ভালো জিনিসটাকে মূল্যায়ণ করতে পারছি এবং ব্যবহার করছি স্বল্পমূল্যে।
  7. একটা সময় আমরা অন্যান্য দেশের সংস্কৃতি এবং তাদের রাজনৈতিক প্রসার জানতে পারতাম না কিন্তু বর্তমান সময়ে তা খুবই সহজতর।
  8. বিনিয়োগের সুযোগগুলি জাতীয় সীমানা ছাড়িয়ে বিশ্বব্যপী প্রসারিত হয়েছে।
  9. বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক পর্যায়ে আমদানি-রপ্তানি করছে যার ফলে প্রতিবছর অনেক বৈদেশিক মুুদ্রা আয় করা সম্ভব হচ্ছে।
  10. Global Village সত্যিই আমাদের জীবনকে আরও উন্নত করেছে, যদি আমরা আমাদের পূর্ববর্তী কয়েক দশক বিবেচনা করি তাহলে আমরা বুঝে যাব Global Village কতটা অবদান রেখেছে আমদের জন্য।



গ্লোবাল ভিলেজ (Global Village) বা বিশ্বগ্রাম এর অসুবিধাঃ

যদিও Global Village আমদের অনেক সুবিধা দিচ্ছে কিন্তু এর কিছু অসুবিধাও আছে। 

  1. ইন্টারনেটের অপব্যাবহার করা হচ্ছে বর্তমানে।
  2. অবিশ্বাস্য বা অসত্য তথ্য পোস্ট করার মাধ্যমে মানুষকে দ্বিধাগ্রস্ত করছে।
  3. যদি অসত্য জিনিস ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়াতে কতিপয় মানুষ তা বিশ্বস করে নিচ্ছে কোনো বিবেচনা ছাড়া।
  4. অতি উন্নত দেশগুলি অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলির উন্নয়নকে কমিয়ে দিচ্ছে বাজার দখল করে।
  5. ব্যবসায়ে প্রতিযোগীতা বৃদ্ধির ফলে ব্যবসায়ীগণ খরচ কমানোর জন্য অবৈধ পথ বেছে নিচ্ছে যা ভোক্তা সমাজের জন্য বড় ক্ষতিকর হতে পারে।
  6. প্রতিযোগিত বৃদ্ধির ফলে ব্যবসায় বাণিজ্যের ছোট ক্ষেত্রগুলোতে নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করার সাহস পাচ্ছে না।

আমরা ইচ্ছা করলে এসব অসুবিধাগুলো খুব সহজেই পরিহার করতে পারি, আর তার জন্য প্রয়োজন আমাদের সচেতনতা।



যে মাধ্যমগুলো গ্লোবাল ভিলেজ তৈরিতে বড় অবদান রেখেছেঃ

  1. ইন্টারনেট
  2. কমিউনিকেশন সিস্টেম
  3. কম্পিউটার
  4. সোশ্যাল মিডিয়া

প্রাথমিকভাবে ইন্টারনেটের কল্যানেই মূলত এই গ্লোভাল ভিলেজের ধারণার উদ্ভব। ইন্টারনেটের ব্যাপক ব্যবহারের ফলে নানা ধরনের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে যেমনঃ ফেসবুক, স্কাইপি, ভাইবার, হোয়াটস অ্যাপস ইত্যাদি। সত্যিই ইন্টারনেটের প্রসারের ফলে আমরা আমাদের জীবনকে আরও উন্নত পর্যায়ে আনতে সক্ষম হয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল প্রযুক্তিগুলি যেভাবে মানুষের সাথে যোগাযোগ করার সুযোগ করে দিয়েছে এবং সমাজে ব্যক্তিদের মধ্যে কীভাবে তথ্য ভাগ করা এবং একে অপরকে সাবধানতার সুযোগ করে দিচ্ছে এসকলই হচ্ছে মূলত গ্লোবাল ভিলেজ এর কল্যাণে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বেশি ব্যবহৃত হচ্ছে এক অপরের সাথে যোগাযোগের জন্য।

আরও পড়ুনঃ

ন্যানো টেকনোলজি কি এবং ন্যানোটেকনলজির ব্যবহার

বায়োইনফরম্যাটিক্স কী এবং ব্যাখ্যা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link