আদি স্বরাগম কাকে বলে? আদি স্বরাগম এর উদাহরণ?

আদি স্বরাগম কাকে বলে? আদি স্বরাগম এর উদাহরণ?

শব্দের প্রথমে বা আদিতে স্বরধ্বনি আসলে অর্থাৎ উচ্চারণ সহজ ও সরল করার জন্য যখন কোনো শব্দের আদিতে স্বরধ্বনি আসে তাকে আদি স্বরাগম বলে। সহজ ভাষায়, শব্দের শুরুতে স্বরধ্বনি আসলে তাকে বলা হয় আদি স্বরাগম।

আদি স্বরাগম এর উদাহরণঃ

স্টেশন > ইস্টিশন (এখানে স্টেশনের আগে “ই” স্বরধ্বনি আসছে)

স্পর্ধা > আস্পর্ধা (এখানে স্পর্ধার আগে “আ” স্বরধ্বনি আসছে)

স্টেট > এস্টেট (এখানে স্টেট এর আগে “এ” স্বরধ্বনি আসছে)

স্তাবল > আস্তাবল (এখানে স্তাবলের আগে “আ” স্বরধ্বনি আসছে)

স্কুল > ইস্কুল (এখানে স্কুলের আদিতে/আগে “ই” স্বরধ্বনি আসছে)

Comments

One response to “আদি স্বরাগম কাকে বলে? আদি স্বরাগম এর উদাহরণ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link